Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় স্বল্প ব্যবধানে হারলো বাংলাদেশ


৭ নভেম্বর ২০১৮ ১৩:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে এবার হারতে হলো বাংলাদেশের মেয়েদের। আগের ম্যাচেই আইরিশ মেয়েদের হারিয়ে প্রস্তুতিতে ভালো কিছুর জানান দিয়েছিল সালমা-রুমানারা। এবার পাকিস্তানের বিপক্ষে অল্পর জন্য হারতে হলো টাইগ্রেসদের। ৮ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্স ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। জবাবে, ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৯৮ রান।

পাকিস্তানের ওপেনার আয়েশা জাফর ১৮, বিসমাহ মারুফ ইনিংস সর্বোচ্চ ২২, দলপতি জাভেরিয়া খান দ্বিতীয় সর্বোচ্চ ২১ আর নিদা দার ১৯ রান করেন। বাংলাদেশের সালমা খাতুন দুটি, খাদিজাতুল কুবরা দুটি, রুমানা আহমেদ একটি, ফাহিমা খাতুন একটি করে উইকেট পান। জাহানারা আলম, লতা মন্ডলরা কোনো উইকেট পাননি।

১০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডার ব্যর্থ হয় বাংলাদেশের। শামিমা সুলতানা ৯, আয়েশা রহমান ৮, ব্যাটিং অর্ডার বদলে উপরের দিকে নামা জাহানারা আলম ২ রান করে বিদায় নেন। ফারজানা হক মাঝে কিছুটা চেষ্টা করেছিলেন। তবে, ২৮ রানের বেশি করতে পারেননি। নিগার সুলতানা (৩), সানজিদা ইসলাম (৩) দ্রুত বিদায় নেন। রুমানা আহমেদ ১০ রান করেন। শেষ দিকে লতা মন্ডল ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।

পাকিস্তানের আইমান আনোয়ার, সানা মির, বিসমাহ মারুফ দুটি করে উইকেট তুলে নেন। আনাম আমিন একটি উইকেট পান।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর