Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল টেস্টে সুবিধাজনক স্থানে ইংল্যান্ড


৭ নভেম্বর ২০১৮ ১৮:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভালো অবস্থানে আছে সফরকারী ইংল্যান্ড। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৭৭ রানে এগিয়ে ইংলিশরা, হাতে আছে সবকটি উইকেট। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৩৮।

প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হওয়ার আগে করেছিল ৩৪২ রান। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ২০৩ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের অভিষিক্ত ওপেনার ররি বার্নস ৯ রানে বিদায় নিলেও আরেক ওপেনার কিটন জেনিংস করেন ৪৬ রান। মঈন আলি ০ রানে ফিরলেও চার নম্বরে নামা দলপতি জো রুট করেন ৩৫ রান। বেন স্টোকস ৭, জস বাটলার করেন ৩৮ রান। আরেক অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস করেন ১০৭ রান। টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম উইকেটরক্ষক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫ বছর বয়সী এই ইংলিশ তরুণ। শেষ দিকে আদিল রশিদ ৩৫, স্যাম কুরান ৪৮, জ্যাক লিচ ১৫ রান করেন।

লঙ্কানদের হয়ে দিলরুয়ান পেরেরা ৩১ ওভারে ৭৫ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। সুরাঙ্গা লাকমল তিনটি উইকেট পান। এছাড়া, একটি করে উইকেট দখল করেন আকিলা ধনাঞ্জয়া এবং রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে হেরাথ গল স্টেডিয়ামে ১০০ উইকেটের মালিক হন।

ইংলিশ স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকরা বেশিদূর এগুতে পারেনি। দুই ওপেনার করুনারত্নে (৪) এবং কুশল সিলভা (১) দ্রুত বিদায় নেন। ডি সিলভা ১৪, কুশল মেন্ডিস ১৯, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫২, দলপতি দিনেশ চান্দিমাল ৩৩, নিরোশান দিকওয়েলা ২৮, দিলরুয়ান পেরেরা ২১, সুরাঙ্গা লাকমল ১৫, রঙ্গনা হেরাথ ১৪* রান করেন।

ইংল্যান্ডের স্পিনার মঈন আলি চারটি, জ্যাক লিচ দুটি, আদিল রশিদ দুটি, পেসার জেমস অ্যান্ডারসন একটি, স্যাম কুরান একটি করে উইকেট দখল করেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ১২ ওভারে বিনা উইকেটে তুলেছে ৩৮ রান। ওপেনার ররি বার্নস ১১ এবং কিটন জেনিংস ২৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। এরই মধ্যে ১৭৭ রানের লিড নিয়েছে ইংলিশরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর