Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকিতে মেয়েদের ঐতিহাসিক সূচনা


৭ নভেম্বর ২০১৮ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: স্বাধীনতার পরে এতো বছরেও এখনও কোনও হকিতে কোনও নারী দল নেই। ফুটবল-ক্রিকেট-শ্যুটিং বা আর্চারিতে মেয়েরা দুর্দান্ত কিছু করছে সুযোগ পেয়ে। সেখানে বাংলাদেশে এখনও যাত্রা শুরু করতে পারেনি। তবে, সেই পথেই আছে বলা যায়। কয়দিন আগে নারীদের নিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ হয়েছে। সেখান থেকেই সেরাদের নিয়ে সাজানো হয়েছে ঢাকা একাদশ।

তাদের নিয়ে এবার একটা ঐতিহাসিক যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এ দেশের মাটিতে বিদেশি কোনও নারী দল এসে খেলছে। সেটা কলকাতাই হোক না কেন? প্রথমবার মেয়েরা খেললো কোনও বিদেশি দলের সঙ্গে। এখান থেকেই হয়তো তৈরি হবে নারীদের জাতীয় হকি দল।

বিজ্ঞাপন

বাংলাদেশ হকি ফেডারেশন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে কলকাতা ওয়ারিয়র্স নারী হকি দল বনাম ঢাকা একাদশ নারী হকি দলের মধ্যে আমন্ত্রণমুলক প্রদর্শনী ম্যাচের প্রথম খেলা আজ রাজধানীর মাওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচেই ঢাকা একাদশ রাঙালো জয় দিয়ে। ২-০ গোলে কলকাতা ওয়ারিয়র্সকে হারিয়েছে রিতু-সিমু-নমিতারা।

ঢাকা একাদশের পক্ষে সিমু আক্তার সিমা (১০) ৯মিনিটে একটি এবং নমিতা কর্মকার (৮) ২৩ মিনিটে একটি ফিল্ড গোল করেন। প্রথম গোলটি যার স্টিক দিয়ে এসেছে সেই নমিতা একজন অ্যাথলেট। জুনিয়র পর্যায়ে জ্যাভলিনে রেকর্ড লিখে স্বর্ণ জিতেছিলেন চট্টগ্রামের লোহাগাড়ার এই মেয়ে। অ্যাথলেটসহ হকিতেও নিজের ক্যারিয়ার গড়তে চান সুযোগ পেলে, ‘প্রথম ম্যাচ ভালো লেগেছে। ১০ দিনের প্রস্তুতিতে ম্যাচ জিতবো ভাবি নি। আশা করবো জাতীয় দল গঠন করবে ফেডারেশন দ্রুত। আমরা চাই দেশের নেতৃত্ব দিতে।’

দলের ম্যানেজার ও সাবেক হকি খেলোয়াড় নাসিমা পারভীন পুতুলও চান বাংলাদেশ হকি ফেডারেশন এগিয়ে এসে জাতীয় দল গঠন করবে। সঙ্গে পৃষ্ঠপোষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই মেয়েদের নিয়ে সাফল্য বয়ে আনবে বাংলাদেশ। তাঁর কথায়, ‘ফুটবলে বা ক্রিকেটে মেয়েরা ভালো করলে হকিতেও ভালো করবে। তাদের যত্ন নিতে হবে। দল গঠন করে ক্যাম্পে ধারাবাহিক রাখলে তারা ভালো কিছু করবে। বাহফের উচিত ভালোভাবে বিষয়টা আমলে নিয়ে এগিয়ে যাওয়া।’

খেলা শুরুর পূর্বে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব আবু ছালেহ মো: ফেরদৌস খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও খেলায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জনাব সাজেদ এ আদেল, প্রতাপ শংকর হাজরা, সদস্য মোস্তবা জামান পপিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আগামীকাল বেলা ৩.০০ ঘটিকায় দ্বিতীয় ম্যাচ মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটি হবে শুক্রবার।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর