তিন সপ্তাহ মাঠের বাইরে কুতিনহো
৯ নভেম্বর ২০১৮ ১৫:১৮
।। স্পোর্টস ডেস্ক ।।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। চোটের কারণে লা লিগায় বার্সেলোনার জার্সিতে এই তিন সপ্তাহ মাঠে নামা হবেনা তার। কুতিনহোর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
মঙ্গলবার (৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন কুতিনহো। তবে ম্যাচের পর থেকে অস্বস্তি অনুভব করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। এরপর বৃহস্পতিবার (৮ নভেম্বর) তাকে পরীক্ষা করার পর ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁ পায়ে ইনজুরি ধরা পড়েছে। যে কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
এই তিন সপ্তাহে ক্লাব ও দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে দ্রুত সেরে উঠতে পারলে নভেম্বরেই মাঠে ফেরার সুযোগ থাকছে তার।
রোববার (১১ নভেম্বর) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ঘরের মাঠে এই ম্যাচে ডাগআউটের বাইরে থাকতে হচ্ছে কুতিনহোকে। এছাড়াও ব্রাজিলের জার্সিতে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠের বাইরে থাকবেন এই মিডফিল্ডার।
সারাবাংলা/এসএন