Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরছেন তামিম?


৯ নভেম্বর ২০১৮ ১৬:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হয়েছিল অঘটন। কব্জির হাড় ভেঙে বেরিয়ে যেতে হয়েছিল মাঠ থেকে। এরপর তামিম ইকবাল ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে ফেলে দিয়েছিলেন তোলপাড়। তবে এশিয়া কাপে আর ফেরা হয়নি, জিম্বাবুয়ে সিরিজেও তিনি দর্শক। ওয়ানডেতে তার অভাব দল টের না পেলেও প্রথম টেস্টের ব্যর্থতার পর প্রশ্নটা আবার উঠে আসছে, তামিমকে কি দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে? সেই সম্ভাবনা না থাকলেও তামিম আশার বাণী শুনিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকেই খেলতে পারেন।

বিজ্ঞাপন

কব্জির হাড় ভেঙে যাওয়ার পর দেশে ফিরে বেশ কিছুদিন অনুশীলন করতে পারেননি। হাতে ব্যান্ডেজ নিয়ে জিম শুরু করেছেন ধীরে ধীরে। কয়েকদিন ধরে ব্যাট হাতে নিয়েছেন, শুরু করেছেন নেট অনুশীলন। আজকালও সফট প্র্যাকটিস চলেছে, স্পিনারদেরই শুধু সামলাচ্ছেন। পেসারদের সামাল দেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। বৃহস্পতিবার (৮ নভেম্বর) তামিম অনুশীলনের পর বলেছেন, ‘আমার মনে হয় আমি ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট থেকেই খেলতে পারব। আমি জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টেই খেলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আরও তিন চার বছর আগের কথা। এখনও আমি আসলে পুরোপুরি ফিট নই। এই অবস্থায় ফিজিও আমাকে খেলার অনুমতি দেবেন বলেও মনে হয় না। স্পিন বোলিং খেলছি মাত্র তিন দিন হয়ে গেল। এটাকে অনেকটা সেমি অনুশীলন বলা যায় আর কী। পুরোপুরি নেট না করলে আসলে আমি নিজেকে ফিট বলেও দাবি করতে পারি না।’

এই মুহূর্তে তামিমের অভাব খুব করেই টের পাচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টে এক আরিফুল ছাড়া আর কম বেশি সব ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। তামিমের বিশ্বাস, দ্বিতীয় টেস্টেই দল ঘুরে দাঁড়াবে, ‘অবশ্যই আমরা ঘুরে দাঁড়াব। সেই টেস্টে যেভাবে ব্যাটিং করেছি দল হিসেবে আমরা ততটা খারাপ নই। আমরা ওয়ানডেতে যতটা ভালো করছি টেস্টে ততটা পারছি না। আর আমরা কিন্তু কখনো বলিনি খুব ভালো টেস্ট দল হয়ে গেছি। এটা ঠিক গত পাঁচ বছর আমরা টেস্টে অনেক উন্নতি করেছি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে দেশে হারিয়েছি। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের গ্রাফটা আবার নিচে নেমে গেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এসএন

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর