Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরাথের শেষ টেস্ট জিতল না শ্রীলঙ্কা


৯ নভেম্বর ২০১৮ ১৯:০৭ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

গল টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন শ্রীলঙ্কান স্পিন গ্রেট রঙ্গনা হেরাথ। তবে ঘরের মাঠে এই টেস্টে বিদায়ী ক্রিকেটারকে জয় উপহার দিতে পারেনি তার সতীর্থরা। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে ২১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

এর আগে গলে কোনো টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। এই টেস্ট দিয়েই গল টেস্ট জয়ের স্বাদ নিলো ইংলিশরা।

১৯ বছর আগে টেস্ট ক্যারিয়ারের শুরু করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। সেবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামেই জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। এবার সেই গলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টানলেন লঙ্কান এই স্পিন গ্রেট।

বিজ্ঞাপন

হেরাথের ক্যারিয়ারের শেষ এই টেস্টে জয়ের সুযোগ ছিল লঙ্কানদের। দুই দিন হাতে রেখে শ্রীলঙ্কার দরকার ছিল ৪৬২ রান। কিন্তু মঈন আলী ও জ্যাক লিচের বোলিং তোপে ২৫০ রানেই থেকে যায় লঙ্কান ইনিংস।

এর আগে বিনা উইকেটে ১৫ রান নিয়ে শুক্রবার (৯ নভেম্বর) চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল সিলভা মিলে ওপেনিং জুটিতে করেন ৫১ রান। এরপর জ্যাক লিচের বলে এলবির শিকার হয়ে ফেরেন ৩০ রান করা কুশল (৫১/১)। ৮ রানের ব্যবধানে সাজঘরের পথে হাঁটেন ২৬ রান করা করুনারত্নে (৫৯/২)। আর লাঞ্চ বিরতির আগে দলীয় ৯৮ রানে ফেরেন ২১ রান করা ধনঞ্জয়া ডি সিলভা (৯৮/৩)।

এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জালো ম্যাথিউস। তবে ৪৬ রানের জুটি গড়তেই ব্যক্তিগত ৪৫ রানে ফেরেন কুশল মেন্ডিস (১৪৪/৪)। এরপর ১ রান যোগ করে ফেরেন অধিনায়ক চান্দিমাল (১৫৪/৫)। ব্যক্তিগত ১৬ রানে ডিকভেলা ফেরেন দলীয় ১৯০ রানে (১৯০/৬)। তাতেই বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এরপর দলীয় সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ম্যাথিউস (১৯৭/৭)। শেষ দিকে থিসারা পেরেরা ৩০, আকিলা ধনাঞ্জয়া ৮ ও রঙ্গনা হেরাথ ফেরেন ৫ রানে। তাতেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। ১৪ রানের অপরাজিত থেকে মাঠ ছাড়েন সুরাঙ্গা লাকমল।

ইংল্যান্ডের মঈন আলী সর্বোচ্চ ৪টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট আছে তার সংগ্রহে। জ্যাক লিচ পান ৩টি উইকেট। এছাড়াও আদিল রশিদ ও বেন স্টোকস ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪২ রান করে ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩২২ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।

ম্যাচসেরা হন অভিষেক টেস্টে সেঞ্চুরি করা বেন ফোকস।

সারাবাংলা/এসএন

রঙ্গনা হেরাথ শেষ টেস্ট শ্রীলঙ্কা শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট