Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরামবাগের রেফারি পেটানোর ঘটনায় কঠোর হচ্ছে বাফুফে


৯ নভেম্বর ২০১৮ ১৯:৩৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: ম্যাচ চলাকালীন রেফারিকে অনাহূত আক্রমণের ঘটনায় আরামবাগের বিরুদ্ধে কঠোর হতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগেও মাঠে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে দেশের সর্বোচ্চ অভিভাবক।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) মাঠের মধ্যে ঢুকে রেফারিকে পিটিয়েছে আরামবাগের এক কর্মকর্তাসহ একাধিক সাপোর্টিং স্টাফ। এ ঘটনার বিবরণী বাফুফেতে জমা দিয়েছে ম্যাচ কমিশনার। তদন্ত কমিটি করে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিবে শৃঙ্খলা কমিটি।

কি হয়েছিল সেদিন ?

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা উত্তেজনার চরম মুহূর্তে। নির্ধারিত সময় শেষে ম্যাচ তখন ২-২ এ ড্র। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায় আরামবাগের জালে বল জড়িয়ে আবাহনীকে লিড এনে দেন বেলফোর্ট। আকাশী-নীল শিবিরের উল্লাসের মুহূর্ত শেষ হতে না হতেই বল নিয়ে আবাহনীর রক্ষণ শিবিরে আরামবাগের আক্রমণভাগের ফুটবলারদের গোল করবার প্রচেষ্টা। শেষ বাঁশি বাজলো বলে। এমন সময়ে চলমান ম্যাচের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে আরামবাগ।

ডাগ আউট থেকে দৌড়ে মাঠের মধ্যে প্রবেশ করে সহকারী রেফারি হারুন-উর-রশিদকে পেটাতে শুরু করেন আরামবাগের এক কর্মকর্তা! সঙ্গে সাপোর্টিং স্টাফরা মিলে কিল-ঘুষি মারতে থাকেন ম্যাচের এই সহকারী রেফারিকে। তাকে ঘিরে ধরে চারদিক থেকে। কয়েকজন আইস বক্স দিয়ে পেটাতে থাকেন এলোপাথারিভাবে।

সারাবাংলা/জেএইচ/এসএন

আরামবাগ বাফুফে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর