Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে অপুকে বাদ দিয়ে সানজামুল


৭ জানুয়ারি ২০১৮ ১৮:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

সাকিব আল হাসান ও নাসির হোসেন স্পিনারের ভূমিকায় ভালোই কাজ চালিয়ে নিতে পারবেন। মেহেদী হাসান মিরাজকেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ধরাই যায়। এর বাইরে অন্তত একজন স্পিনার দলে প্রত্যাশিতই ছিল। শেষ পর্যন্ত সেই জায়গায় শিকে ছিঁড়েছে সানজামুল ইসলামের। আরও বেশ কয়েকজন বিকল্প থাকার পরও সানজামুলকে কেন নেওয়া হলো, সেই কারণও আজ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

বিজ্ঞাপন

বিকল্প হিসেবে নাজমুল ইসলাম অপুর নামটাই বাতাসে ভাসছিল। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চোখে পড়ার মতোই পারফর্ম করেছিলেন, দেশী স্পিনারদের মধ্যে সাকিব আল হাসানের পর তার উইকেটই ছিল সবচেয়ে বেশি (১২টি)। সানজামুল ইসলাম (১১) অবশ্য খুব একটা পিছিয়ে নেই, কিন্তু অপু ওভারপ্রতি রান দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা এগিয়ে ছিলেন। মিনহাজুল আবেদীন বললেন, অপুর সামনে সুযোগ আছে।

‘সানজামুল বেশ কিছুদিন ধরেই আমাদের সিস্টেমের মধ্যে ছিল। এইচপিতে ছিল, কোচের অধীনে ছিল। সে বেশ উন্নতি করেছে। সেই হিসেবে অপু আমাদের কোথাও ছিল না। ওর এখন যথেষ্ট সময় আছে। এই কারণে সানজামুলকে এগিয়ে রেখেছি। অপুকে আমরা রেখেছি বিপিএল ভালো খেলেছে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। ওর সামনে সময়ও আছে আসলে।’

সানজামুলের অবশ্য এর মধ্যেই জাতীয় দলে অভিষেক হয়ে গেছে, এই বছর ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচও খেলেছেন। ২২ রানে ২ উইকেট নিয়ে খারাপ করেননি খুব একটা। সেটাও হয়তো তাকে কিছুটা এগিয়ে রেখেছে।

তবে দেশের মাটিতে স্পিনারদের কথা বিবেচনা করলে সানজামুল-মিরাজরা একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী নাও হতে পারেন। গত বছর দেশের মাটিতে কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ, সর্বশেষ ২০১৬ সালে খেলেছিল ইংল্যান্ডের সাথে। পুরো সিরিজে সাকিব-নাসিরই স্পিনারদের কাজটা চালিয়ে গেছেন। বরং দলে রুবেল-সাইফউদ্দিনদের সঙ্গে পেসার হিসেবে একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে আবুল হাসান রাজুই বেশি আশাবাদী হতে পারেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর