Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশের


১০ নভেম্বর ২০১৮ ১০:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

দারুণ বোলিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। তবে, ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সালমা-রুমানা-জাহানারারা আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানের ব্যবধানে হেরেছে। বাংলাদেশের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৮ রান করেন ফারজানা হক।

গায়ানার প্রভিডেনস স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয় মেয়েদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করা ক্যারিবীয়ান মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। সহজ টার্গেট হলেও ব্যাটিং ব্যর্থতায় জিততে পারেনি বাংলাদেশ। ১৪.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে এশিয়া কাপের শিরোপা জয়ীরা তোলে মাত্র ৪৬ রান!

তাতে ‘অনাকাঙ্ক্ষিত’ এক রেকর্ডও গড়ে বাংলাদেশের মেয়েরা। সেটি হলো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সর্বনিম্ন রানের দলীয় ইনিংস। চার বছর আগে বাংলাদেশে অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ৯ উইকেটে ৫৮ রান।

ক্যারিবীয়ানদের দলপতি স্টেফানি টেইলর ২৯, ম্যাকলিন ১১ আর কাইসিয়া নাইট ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের পেসার জাহানারা ৪ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। ৪ ওভারে ১৬ রান খরচায় দুটি উইকেট পান রুমানা আহমেদ। সালমা-খাদিজা একটি করে উইকেট পান। দুটি উইকেট নেওয়ার মধ্যদিয়ে রুমানা বাংলাদেশের হয়ে একটি মাইলফলক ছুঁয়েছেন। টি-টোয়েন্টির ৫৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৫০ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট ৫৪ ম্যাচ খেলা সালমা খাতুনের। তৃতীয় সর্বোচ্চ ৩৬ উইকেট ৫৩ ম্যাচ খেলা জাহানারা দখলে। খাদিজা ৩৪ উইকেট নিতে খেলেছেন ৩৭ ম্যাচ।

১০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শামিমা, আয়েশা, জাহানারা, ফারজানা, নিগার, রুমানা, সানজিদা, লতা, ফাহিমা, সালমা আর খাদিজারা ব্যাট হাতে পুরোপুরিই ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের পেসার দিয়েন্দ্রা ডটিন ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। দুটি উইকেট পান সেলমান, টেইলর এবং ফ্লেচার একটি করে উইকেট তুলে নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশকে গুটিয়ে দিতে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা ডটিন। মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিং ফিগারটি (৩.৪-০-৬-৫) নিজের দখলে নিয়ে নিলেন ডটিন।

বিশ্বকাপের আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮ রানের ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। ‘বি‘ গ্রপের ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে নিউজিল্যান্ড। ভারত ৫ উইকেটে তুলেছিল ১৯৪ রান, জবাবে ৯ উইকেট হারানো কিউইদের ইনিংস থামে ১৬০ রানে। ৩৪ রানের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এদিকে ‘বি‘ গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানকে ৫২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করা অজি মেয়েরা ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর