Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডস-রাশিয়ার বিপক্ষে জার্মানির স্কোয়াড


১০ নভেম্বর ২০১৮ ১১:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

২০১৮ সালে মোট ১১ ম্যাচ খেলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি জিতেছে মাত্র তিনটি ম্যাচে। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ছিল দলটি। বিশ্বকাপের পরও নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেনি জোয়াকিম লোর শিষ্যরা। এবার নেশন্স লিগে জার্মানদের প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা নেদারল্যান্ডস এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া।

দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে জার্মানি। দলে নেই বার্সেলোনার গোলরক্ষক মার্ক টার স্টেগেন। বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার জেরোম বোয়েতাংকেও রাখা হয়নি এই দুই ম্যাচের জন্য। দলে ডাক পেয়েছেন আর্সেনালের গোলরক্ষক বার্নড লিনো।

এদিকে, নতুন স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন মার্ক উথ, জুভেন্টাসের তারকা এমরি কান ইনজুরির কারণে দলে নেই। স্ট্রাইকারের মূল দায়িত্ব পালন করবেন থমাস মুলার এবং টিমো ভার্নার।

রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্মানি খেলবে ১৫ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জার্মানরা।

জার্মানির স্কোয়াড
গোলরক্ষক: বার্নড লিনো, ম্যানুয়েল ন্যুয়ের এবং কেভিন ট্রাপ
ডিফেন্ডার: ম্যাথিয়াস জিনটার, জোনাস হেক্টর, ম্যাট হুমেলস, থিলো কেহরার, জসুয়া কিমিচ, অ্যান্তোনিও রুদ্রিগার, নিকো সুজ, নিকলাস সুলে এবং জোনাথন তাহ
মিডফিল্ডার: হুলিয়ান বার্নডট, হুলিয়ান দ্রাক্সলার, সার্জি গ্যানব্রি, লিওন গোরেতজা, কাই হার্ভটজ, টনি ক্রুস, মার্কো রিউস, সেবাস্তিয়ান রুডি এবং লেরয় সান
ফরোয়ার্ড: থমাস মুলার, মার্ক উথ এবং টিমো ভার্নার

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর