Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে’


১০ নভেম্বর ২০১৮ ১৬:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সিলেট টেস্টে হেরে পিঠ ঠেকে গেছে দেয়ালে। রোববার (১১ নভেম্বর) মিরপুর টেস্টের আগে বাংলাদেশের সামনে এখন উঁকি দিচ্ছে জিম্বাবুয়ের কাছে ধবলধোলাইয়ের শঙ্কাও। শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও স্বীকার করলেন, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের।

চার বছরের মধ্যে এই প্রথম টেস্টে জয় পেয়েছে জিম্বাবুয়ে, ১৭ বছর পর জয় পেয়েছে দেশের বাইরে। দুই ইনিংসে একবারও ২০০ পেরুতে পারেনি বাংলাদেশ দল, নিজেদের ইতিহাসে এর চেয়ে বাজে ব্যাটিং করেছে কমই। কিন্তু মিরপুরে দ্বিতীয় টেস্ট বলে বাংলাদেশের সামনে চাপ আরও বেশি। এই মিরপুরেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক মাহমুদউল্লাহ বলে গেলেন, জিম্বাবুয়েকে তারা অন্য আরেকটি প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছেন, ‘প্রতিটি প্রতিপক্ষকে একইভাবেই দেখি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভালো খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে, কারণ আপনি দেশের হয়ে ভালো করতে পারছেন না। এটা সবাইকেই অনেক পীড়া দেয়। আমরা এখন সবার সাথেই কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সবার সাথেই আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। আমাদের স্ট্রংলি কামব্যাক করতে হবে। এখানে অন্য কোনো সুযোগ নেই।’

সিলেটে হারের পর বড় একটা ধাক্কাই খেয়েছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ ওই ম্যাচ শেষে বলেছিলেন, এভাবে খেললে টেস্ট ক্রিকেট খেলার মানে হয় না। আজ বলেছেন, ওই ম্যাচ শেষে নিজেদের ভুল ভ্রান্তি নিয়ে বসেছেন। ব্যাটিংটাই যে দুশ্চিন্তার জায়গা, সেটিও স্বীকার করলেন, ‘আমাদের আসল চিন্তার জায়গা ব্যাটিং। এই জায়গায় আমরা অন্য ফরম্যাটে যত ভালো করতে পারছি, টেস্ট ক্রিকেটে ততো ভালো করতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা। আবার আমরা যদি খুব বেশি চিন্তা করি তাহলে চাপটা আমাদের উপরেই পড়বে। আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাইব। আমরা যদি ঐ জিনিসটা করতে পারি, তাহলে আমাদের ভালো করার সুযোগ থাকবে।’

বিজ্ঞাপন

কাকতালীয়ভাবে আজই টেস্টে ক্রিকেটে ১৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। বয়সে প্রাপ্তবয়স্ক হলেও মাঠে কি হয়েছে? মাহমুদউল্লাহও স্বীকার করে নিলেন সত্যিটা, ‘যদি ফলাফল হিসেব করে দেখেন, তাহলে হয়তো অতটা প্রাপ্তবয়স্ক হয়নি। টেস্ট ক্রিকেটটা আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফলটা পাবেন। অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভালো খেলছি, রিদম ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে পারফর্ম করেছি। এই জিনিসটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে। ধারাবাহিকতাটা বেশ গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে। ডিসিপ্লিনড হতে হবে আমাদের তিন বিভাগেই। টেস্ট ক্রিকেটে আপনাকে বড় জুটি গড়তেই হবে, ব্যাটিং কিংবা বোলিং। তাহলে আপনার ফলাফল পক্ষে আসবেই।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর