Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলফলকে মেসি, সংখ্যায় কিছু বিস্ফোরক তথ্য


৭ জানুয়ারি ২০১৮ ২০:৩১

সারাবাংলা ডেস্ক
লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহোর দলবদলের খবরে ফুটবল বিশ্ব এতটাই বুদ যে মেসির মাইলফলকের খবর সামনে আস্তে ‘ভয়’ পাচ্ছে। লেভান্তের বিপক্ষে নামলেই আরেকটি রেকর্ড হয়ে যাবে এই খুদে জাকুরের। স্প্যানিশ লিগে ৪০০ ম্যাচ অংশ নিবেন আর্জেন্টাইন এই তারকা।

২০০৪ সালে এই লিগে বার্সার লাল-নীল জার্সি গায়ে চপকিয়ে অভিষেক যে ছেলেটির, তিনি এখন মাইলফলকের দ্বারপ্রান্তে। এরমধ্যে ২১ বছর বয়সে ম্যাচের শতক পূরণ করেছেন, ২৪ বছর বয়সে ডাবল সেঞ্চুরি, ২৭ বছর বয়সে ত্রিপল এবং ৩০ বছর বয়সে চার শতকের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

বিজ্ঞাপন

তবে তার চেয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র দু’জনের। তারই সতীর্থ ইনিয়েস্তা আর জাভি। ইনিয়েস্তা খেলেছেন ৪২৬ টি আর জাভি ৫০৫ টি।

সংখ্যায় মেসির কিছু বিষ্ময়কর তথ্য:

  • এর মধ্যে মেসি করেছেন ৩৬৩ গোল। যেটি লা লিগার ইতিহাসে ব্যক্তিগত রেকর্ড। তারমধ্যে ৪৮ গোল করেছেন পেনাল্টি থেকে।
  • ৩২,০৭০ মিনিট মাঠে ছিলেন এলএমটেন। তারমধ্যে ৩৫৫ ম্যাচে মূল একাদশ হিসেবে মাঠে নেমেছেন। আর ৩০৫ টি ম্যাচে পুরো সময়জুড়ে ছিলেন।
  • লি লিগায় মোট ৩০২টি জয় আছে তার। ৬০ টি ড্র আর ৩৭ হারের মুখ দেখেছেন।
  • সর্বমোট ৩৯ দলের মুখোমুখিতে সেভিয়া ও অ্যাথলেটিক ক্লাবকে সবচেয়ে বেশি হারিয়েছে মেসি থাকাকালীন দল (১৭ বার করে)। সবচেয়ে বেশি হার (ছয় বার) রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
  • তবে, একটা দু:খও আছে মেসির। চারটি দলের বিপক্ষে এখনও গোলের মুখ দেখেননি তিনি। দলগুলো হলো- কাডিজ, জিরোনা, মার্সিয়া এবং জেরেজ।
  • এই মাইলফলকের মাঝে ১৩ মৌসুমে তিনি ৯৭ জন টিমম্যাটের সঙ্গে ড্রেসিং রুম বিনিময় করেছেন।
  • তারমধ্যে সবচেয়ে বেশি যে কোচের তত্ত্বাবধানে খেলেছেন তিনি হলেন পেপ গার্দিওলা। ১৩৬ ম্যাচ খেলেছেন তার নেতৃত্বে।
  • এখনও পর্যন্ত কোন লাল কার্ড পাননি তিনি। তবে, ৩৮ টি হলুদকার্ড দেখেছেন তিনি।
  • মাঠে সবচেয়ে বেশি ৩১৫ টি ম্যাচ ইনিয়েস্তার সঙ্গী ছিলেন।
  • এর মধ্যে ১১ বার পেনাল্টি মিস করেছেন।
  • সবচেয়ে বেশি যে গোলকিপারকে পরাস্ত করেছেন তিনি হলেন ডিয়াগো আলভেস। ২১ বার তার জালে বল জড়িয়েছেন তিনি।
  • মেসির সঙ্গে রেফারি হিসেবে ৩০ বার ম্যাচে ছিলেন আনদিয়ানো ম্যালেনকো। আর মাতেউ লাহোজ সর্বোচ্চ চারবার হলুদ কার্ড দেখিয়েছেন মেসিকে।
  • ৩৯৯ ম্যাচে ১৬৫০ খেলোয়াড়ের বিপক্ষে খেলেছেন এই খুদে জাদুকর।
  • সবচেয়ে বেশিবার (১৫) কোন স্বতন্ত্র খেলোয়াড়কে (গাবি) হারিয়েছেন তিনি।
  • সর্বমোট ৮৪৯ বার গোলবার টার্গেটে শট করেছেন তিনি। প্রতি ম্যাচে ২.১২ বার।
  • ৩৯৯ ম্যাচে ১৪১ বার সরাসরি এসিস্ট আছে এই আর্জেন্টাইন তারকার। সূত্র: মার্কা

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর