।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
সেঞ্চুরি করেই মেতে উঠলেন বুনো উল্লাসে। মুশফিকুর রহিম পেয়েছেন ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি, তবে এই বছর এটাই প্রথম। তার চেয়েও বড় কথা, টেস্টে বড় ইনিংস পাচ্ছিলেন না অনেকদিন ধরেই। মুশফিকের সেঞ্চুরি উদযাপনটা তো এমনই হলো।
রোববার (১১ নভেম্বর) সেঞ্চুরিটা দরকারও ছিল খুব। এই টেস্টে পাঁচে নামতে পারেন মুশফিক, শনিবার (১০ নভেম্বর) সেই আভাস দিয়েছিলেন মাহমুদউল্লাহ। আজ (রোববার) যখন মুশফিক নেমেছেন, ২৬ রানে দল হারিয়েছে ৩ উইকেট। এরপর মুমিনুলের সঙ্গে জুটি গড় দলকে নিয়ে গেছেন বড় স্কোরের দিকে। ১০০ বলে ফিফটি করেছেন, সেঞ্চুরি করতে খেলতে হয়েছে ১৮৭ বল। মুমিনুলকে নিয়ে দলকে নিয়ে গেছেন বড় স্কোরের পথে, তেমন কোনো সুযোগও দেননি জিম্বাবুয়ের বোলারদের।
মুশফিকের জন্য ইনিংসটা আরও বেশি গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। গত বছর হায়দরাবাদে ভারতের বিপক্ষে সেঞ্চুরির পর টেস্টে আর বড় স্কোর পাননি। এর মধ্যে ওয়ানডে, টি-টোয়েন্টিতে বড় স্কোর পেয়েছেন, কিন্তু টেস্টে তা আর হয়নি। এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানে আউট হয়েছেন। অবশেষে সেঞ্চুরিতে সেই খরা কাটালেন মুশফিক।
সারাবাংলা/এএম/এসএন