Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কাছেও বিধ্বস্ত মেয়েরা


১১ নভেম্বর ২০১৮ ১৭:১৪

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: মিয়ানমারের কাছে বিধ্বস্ত হওয়ার পর মনে হয়েছিলো অন্তত ভারতের কাছে টক্কর দিবে বাংলাদেশের মেয়েরা। চেনা প্রতিপক্ষ বলেই কিনা প্রত্যাশা। কিন্তু অলিম্পিক গেমসের এশিয়ান বাছাইপর্বে প্রতিবেশী দলের সঙ্গে আরও বড় ব্যবধানে হেরে গেছে সাবিনারা।

র‍্যাংকিংহীন ২১ মাস পরে খেলতে নেমেছিল মেয়েরা। প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে হেরে রোববার (১১ নভেম্বর) ভারতের কাছে হেরেছে ৭-১ ব্যবধানে। এতো বড় হারে অবশ্য চমকে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

র‍্যাংকিংয়ের ৫৯তম দল ভারতের বিপক্ষে বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত সাফল্য পাওয়া বাংলাদেশের সিনিয়র সম্বল কেবলই সাবিনা। বাকী সব ১৮ বছর বা তারও নিচে। এমন দল নিয়ে সাফ প্রস্তুতির কথা মাথায় রেখে মিয়ানমারে পা রেখেছে মারিয়া-স্বপ্না-সাবিনারা।

কিন্তু ভালোই আভাস পেল মেয়েরা। সিনিয়র সাফে এই দলই অংশ নিবে শ্রীলঙ্কায়। প্রতিপক্ষ ভারতও আছে। তাই অভিজ্ঞতা তেতোই হচ্ছে বাংলাদেশের মেয়েদের। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে ৭-১ গোলে বাংলাদেশকে হারিয়েছে ভারত। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন কৃষ্ণা রাণী।

বাছাইপর্বের শেষ ম্যাচ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে। মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের থুয়ুন্না স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেএইচ/এসএন

অলিম্পিক গেমসের এশিয়ান বাছাইপর্ব বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর