Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডু প্লেসিস-মিলারের সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার


১১ নভেম্বর ২০১৮ ১৯:২১

।। স্পোর্টস ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তবে অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর ডেভিড মিলারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪০ রানের জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে চতুর্থ উইকেট জুটিতে ডু প্লেসিস (১২৫) এবং মিলারের (১৩৯) শতকে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৮০ রানেই থেমে যায় অজিদের ইনিংস।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক (৪), হ্যান্ডরিকস (৮) এবং মার্করাম (৩২) আউট হওয়ার পর ডু প্লেসিস ও মিলার ২৫২ রানের জুটি গড়েন। এরপর দলীয় ৩০৭ রানে ব্যক্তিগত ১২৫ রানে ফেরেন ডু প্লেসিস। আউট হয়ে ফেরার আগে ১১৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১২৫ রানের ইনিংসটি খেলেন তিনি। আর ১০৮ বলে ১৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১৩৯ রান করে দলীয় ৩১৮ রানে ফেরেন মিলার।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং মার্কাস স্টোইনিস ২টি করে উইকেট পান। জশ হ্যাজলউড নেন একটি উইকেট।

৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯ রানেই ৩ উইকেট হারায় অজিরা। এরপর মার্কাস স্টোইনিসকে সঙ্গী করে দলের হাল ধরেন শন মার্শ। দু’জন মিলে জুটি গড়েন ১০৭ রানের। দলীয় ১৪৬ রানে ব্যক্তিগত ৬৩ রানে ফেরেন স্টোইনিস। এরপর অ্যালেক্স ক্যারেকে সঙ্গী করে ৮০ রানের জুটি গড়েন মার্শ। তবে দলীয় ২২৬ রানে ব্যক্তিগত ১০৬ রানে আউট হয়ে ফেরেন মার্শ। এরপর দলীয় ২৫৬ রানে ক্যারে আউট হন ব্যক্তিগত ৪২ রানে।

বিজ্ঞাপন

ক্যারের পর ব্যক্তিগত ৩৫ রান করে দলীয় ২৭৮ রানে থামেন গ্লেন ম্যাক্সওয়েল। আর শেষ ওভারে রাবাদার বলে শূন্য হাতে ফেরেন স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও রাবাদা ৩টি করে উইকেট নেন। প্রিটোরিয়াস ২টি এবং এনগিদি নেন ১টি উইকেট।

ম্যাচসেরা ও ইনিংসসেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ওয়ানডে ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকা ফাফ ডু প্লেসিস

বিজ্ঞাপন

হেমন্তেই প্রকৃতিতে শীতের আমেজ
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর