Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীকে পেল শেখ জামাল, কিংসকে শেখ রাসেল


১১ নভেম্বর ২০১৮ ২১:০৩

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ কি ছিল না কোয়ার্টার ফাইনালে। রেফারিকে পেটানো নিয়ে ফুটবল পাড়া গরম, মাঝপথেই সাইফের প্রধান কোচের বিদায়, আবাহনীর নাটকীয় জয় বা বিশ্বকাপার কলিনদ্রেসের হ্যাটট্রিক সবকিছু মিলে জমে ওঠা ফেডরেশন কাপে এখন শেষ চারের লড়াই। আগুন যখন উত্তপ্ত, ভষ্ম হওয়ার সুযোগ নেই।

ফের দশদিনের বিরতিতে জিইয়ে নিবে টুর্নামেন্ট। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের উইন্ডো ছুটিতে ১০ দিন সময় পাচ্ছে নিজেদের আরও গড়ার। আরও প্রস্তুত করার।

এবার একটু অন্যরকমই সেমি ফাইনাল হতে চলেছে। ধানমন্ডি ডার্বির উত্তাপ- ঢাকা আবাহনী ও শেখ জামাল মুখোমুখি। আর একই পৃষ্ঠপোষকের দুটি দল শেখ রাসেল ও বসুন্ধরা কিংস। দুটি দলই বসুন্ধরা অর্থায়ন করে। তাই এবারের সেমি ফাইনাল দুটি নিঃসন্দেহে ভিন্ন আমেজ দিবে।

প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া চক্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রেখেছে ফেড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। দ্বিতীয় সেমি ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়ে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল।

অন্যদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে এক গোলে হারিয়ে শেষ চারে শেখ রাসেল। অন্যদিকে টিম বিজেএমসিকে গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারেই সেমি ফাইনালে পা রেখেছে নবাগত ক্লাব বসুন্ধরা কিংস।

সেমি ফাইনালের সময়সূচী

ঢাকা আবাহনী-শেখ জামাল: ২১ নভেম্বর, বিকেল ৫টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

বসুন্ধরা কিংস-শেখ রাসেল: ২২ নভেম্বর, বিকেল ৫টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

সারাবাংলা/জেএইচ

ঢাকা আবাহনী ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস শেখ জামাল শেখ রাসেল

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর