Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্র করে আরও পিছিয়ে পড়ল রিয়াল


৮ জানুয়ারি ২০১৮ ১১:২৫

VIGO, SPAIN – JANUARY 25: Theo Bongonda of Celta de Vigo competes for the ball with Danilo of Real Madrid during the Copa del Rey quarter-final second leg match between Real Club Celta de Vigo and Real Madrid Club de Futbol at Municipal de Balaidos stadium on January 25, 2017 in Vigo, Spain. (Photo by Octavio Passos/Getty Images)

সারাবাংলা ডেস্ক

শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে আরও পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। লা লিগায় রিয়ালের চেয়ে ১৬ পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

ম্যাচের ৩৩ মিনিটে নিজেদের মাঠে প্রথম গোল পায় সেল্টা,বল জালে জড়ান ড্যানিয়েল ওয়াস। ৩৬ মিনিটে সমতায় ফেরে রিয়াল, গ্যারেথ বেল করেন গোলটি। দুই মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে নেন বেল। ২-১ গোলে এগিয়ে গেলেও ৮২ মিনিটে সেল্টার পক্ষে গোল করে দলকে সমতায় ফেরান ম্যাক্স গোমেজ। এর আগে অবশ্য ৭১ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সেল্টা।

লা লিগার ১৮ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সা, ৩৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে, ভ্যালেন্সিয়া তিনে আছে ৩৭ পয়েন্ট নিয়ে। ১৭ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট  নিয়ে চতুর্থ স্থানে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।

সারাবাংলা/এএম/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর