ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই ফিরছেন তামিম-সাকিব?
১৩ নভেম্বর ২০১৮ ১৮:১০
স্টাফ করেসপন্ডেন্ট ।।
২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু টেস্ট। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, আগামী বৃহস্পতিবারই (১৫ নভেম্বর) জানিয়ে দেওয়া হবে প্রথম টেস্টের দল। তামিম ইকবালের সঙ্গে তাতে ফেরার উজ্জ্বল সম্ভাবনা আছে সাকিব আল হাসানেরও।
এশিয়া কাপে কব্জির চোটে দল থেকে ছিটকে পড়েছিলেন তামিম। এরপর গত সপ্তাহে পুরোপুরি ফিরেছেন ব্যাটিং অনুশীলনে। নিজেই বলেছেন, প্রথম টেস্ট থেকেই সবকিছু ঠিকঠাক থাকলে তার ফেরার কথা।
সাকিব আল হাসানের চোটের অবস্থা অবশ্য আরও জটিল ছিল। এশিয়া কাপেই পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের আগে আঙুলের পুরনো ব্যথাটা বেড়ে যায়। এরপর সেটা সংক্রমিত হয়ে পড়ে, দেশে ফিরে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল সাকিবকে। অস্ত্রোপচার লাগবে মনে করা হলেও আপাতত সেই সম্ভাবনা নেই। মঙ্গলবার (১৩ নভেম্বর) মিরপুর একাডেমিতে হালকা অনুশীলন করেছেন ব্যাট হাতে, বল করতে অবশ্য খুব একটা সমস্যা নেই তার।
তবে পুরোপুরি ফিট হবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না। প্রধান নির্বাচক যেমন বললেন, সাকিব-তামিমের জন্য অপেক্ষা করছেন তারা, ‘তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আজকে (মঙ্গলবার) আপডেট দিবে আমাদের ফিজিও। সেই হিসেবে আমরা পদক্ষেপ নিব। তবে সাকিবের ব্যাপারে আমরা কিছু আপডেট পাইনি। আশা করি তামিমকে আমরা পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং সাকিবের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী আমরা। আজকে যদি আমরা আপডেট পাই তাহলে কালকে দল ঘোষণা করব, সেই হিসেবে আমরা আপডেট পেলে তখন চিন্তাভাবনা করব।’
সেই অপেক্ষা শেষ হবে আগামী পরশুই (বৃহস্পতিবার)।
সারাবাংলা/এএম/এসএন