Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ম্যাচে খেলবেন নিষিদ্ধ সাব্বির


১৪ নভেম্বর ২০১৮ ১৪:৫৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

সাব্বির রহমানের ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে চলতি বছরের জুনে। এরপর দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন সাব্বির। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সাব্বির রহমানকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছে বিসিবি।

আগামী ডিসেম্বরে ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে বিসিবি। তবে, এসিসি ইমার্জিং কাপ খেলতে পাকিস্তানে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে সাব্বিরকে রাখা হবে কি না সেটা জানানো হয়নি। যদি নির্বাচকেরা বোর্ডের সবুজ সংকেত পান, তাহলে সাব্বিরকে ইমার্জিং কাপে খেলাতে কোনো সমস্যা থাকবে না।

গত বছর ডিসেম্বরে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে এক কিশোরকে পেটানোর দায়ে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন সাব্বির। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা হিসেবে দেন ২০ লাখ টাকা। বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। এরপর শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। এসিসি ইমার্জিং কাপ যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট তাই সাব্বিরের খেলার বিষয়টি শঙ্কার মুখে।

১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য উইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার দুই দিনের ঐ প্রস্তুতি ম্যাচে সাব্বিরের থাকাটা এক প্রকার নিশ্চিত। সাব্বিরকে বিবেচনায় রাখার কথা জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা সাব্বিরকে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিবেচনায় রাখছি।’

বিজ্ঞাপন

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার, ১৪ নভেম্বর) বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২২ নভেম্বর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ক্যারিবীয়ানদের সিরিজ। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে লড়বে উইন্ডিজরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর