Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-মুশফিককে সম্মাননা জানাল বিসিবি


১৫ নভেম্বর ২০১৮ ১৮:২৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৮:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে দশ হাজার রান আছে বাংলাদেশের তিন জনের। ওপেনার তামিম ইকবাল, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম আছেন এই তালিকাতে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এর আগেই ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তামিম-সাকিব। তাতেই তিন ক্রিকেটারকে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে ২১৮ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

এই টেস্ট শেষে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের হাতে স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছে বিসিবি। দুই ক্রিকেটারের হাতে ক্রেস্ট প্রদান করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকায় ক্রেস্টটি নিতে পারেননি সাকিব আল হাসান।

সারাবাংলা/এসএন

তামিম ইকবাল নাজমুল হাসান পাপন বিসিবি মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর