Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতেছে আর্জেন্টিনা, মেসির অভাব পূরণে ব্যর্থ দিবালা-ইকার্দিরা


১৭ নভেম্বর ২০১৮ ১১:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। স্বাগতিক হিসেবে খেলতে নেমে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। দলে ছিলেন না ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, হিগুয়েনদের মতো তারকারা। তারপরও জিততে সমস্যা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপের পর দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো।

করদোবায় অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে একটি গোল করেন রামিরো ফুনেস মোরি। বাকি গোলটি আত্মঘাতী। অথচ, সুযোগ পেলেও বার বার স্কোর করতে ব্যর্থ হচ্ছেন জুভেন্টাসের সেরা তারকা পাওলো দিবালা। এবার ঘরের ছেলে হয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেও স্কোর করতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পাননি মেসির পজিশনে খেলা দিবালা। এদিকে, নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন মাউরো ইকার্দি। ব্রাজিলে আগামী বছর বসতে যাওয়া কোপা আমেরিকার টুর্নামেন্টের আগে মেসি-আগুয়েরোর অভাব দিবালা-ইকার্দিরা তেমন একটা পূরণ করতে পারছেন না।

ম্যাচের ৩৮তম মিনিটে দিবালার ক্রস থেকে আসা বলে হেড করেন লাউতারো মার্টিনেস। মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া হতাশ করে আর্জেন্টিনাকে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দিবালার ফ্রি-কিক ফাঁকা জায়গায় পেয়ে যান ফুনেস মোরি। ম্যাচের ৪৪তম মিনিটে দিবালার সেই ক্রস থেকে হেড করে প্রতিপক্ষের জালে জড়ান ভিয়ারিয়ালের ডিফেন্ডার ফুনেস মোরি।

বিজ্ঞাপন

বিরতির পর ৫০ মিনিটে মেক্সিকো ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক ওচোয়ার মাথার ওপর ‘চিপ’ করেছিলেন দিবালা। তাতেও আর্জেন্টিনার জার্সিতে গোলের খাতা খুলতে পারেননি জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের ৮৩তম মিনিটের সারাভিয়ার ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন আইজ্যাক ব্রিসুয়েলা। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এই স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।

বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ইকার্দি। জাতীয় দলে ৬ ম্যাচ খেলা ইকার্দিকেও গোলশূন্য থাকতে হয়েছে। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আতিথ্য নেওয়া মেক্সিকো। ৫৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল তারা। তারপরও গোলের দেখা পায়নি। এদিকে, আর্জেন্টিনা প্রতিপক্ষের জাল লক্ষ্য করে মোট ১৫টি শট নিয়েছে। তবে, মেক্সিকোর গোলপোস্টে রাখতে পেরেছে মাত্র চারটি শট।

আগামী বুধবার সকাল ছয়টায় আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে মেক্সিকো।

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টিনা মেক্সিকো মেসি-দিবালা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর