Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি প্যানেলে বাংলাদেশি আম্পায়ার সোহেল-তানভীর


১৭ নভেম্বর ২০১৮ ১৫:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্যানেলভুক্ত আম্পায়ারের তালিকায় বাংলাদেশের দুই আম্পায়ার ছিলেন আগে থেকেই। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার গাজী সোহেল এবং তানভীর আহমেদ।

শনিবার (১৭ নভেম্বর) আইসিসির পক্ষ থেকে এই দুই আম্পায়ারের নাম জানানো হয়। আইসিসি জানিয়েছে, ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসির আম্পায়ারদের প্যানেলে নির্বাচিত হয়েছেন গাজী সোহেল এবং তানভীর আহমেদ। বাংলাদেশের হয়ে মোট চারজন থাকবেন ২০১৮-১৯ মৌসুমে আইসিসির প্যানেলে। এই চারজন হলেন, শরফুদ্দৌলা ইবনে শহীদ, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ ও গাজী সোহেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হবে গাজী সোহেলের। উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

সারাবাংলা/এসএন

আম্পায়ার গাজী সোহেল তানভীর আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর