ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া দলে নেই রাকিতিচ
১৭ নভেম্বর ২০১৮ ১৭:১৯
।। স্পোর্টস ডেস্ক ।।
উয়েফা নেশন্স লিগে রোববার (১৮ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। তবে এই ম্যাচে ইনজুরির কারণে দলে নেই বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইভান রাকিতিচ। শুক্রবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্পেনের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচের ৬৭ মিনিটে ডান উরুতে অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়েন রাকিতিচ। শুক্রবার দালিচ বলেন, ‘সে বার্সেলোনায় যাবে, এটা মারাত্মক ইনজুরি। আপনারা জানেন আমি রিস্ক নিতে চাইনা। যদি ইনজুরি সিরিয়াস হয়, তাহলে তাকে বিশ্রামে রাখা হবে।’
দালিচ জানিয়েছেন, রাকিতিচ পুরোপুরি ফিট না থাকায় তার বদলে জায়গা পেতে পারেন মাতেও কোভাচিচ, জোসিপ ব্রেকালো, কিংবা মিলান বাদেলজ। ক্রোয়াট কোচ বলেন, ‘এই সময়ে আমাদের পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই দরকার, তবে ইভান (রাকিতিচ) পুরোপুরি ফিট নয়। তাই তাকে ছাড়াই আমাদেরকে যেতে হচ্ছে।’
এ নিয়ে ৩ ম্যাচে লিগ ‘এ’র গ্রুপ ৪ এ ৩ ম্যাচে ১ জয়, ১ হার এবং ১ ড্র তে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে আছে ক্রোয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ইংল্যান্ড। আর ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে স্পেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই টেবিলের শীর্ষে পৌঁছে যাবে ক্রোয়াটরা।
সারাবাংলা/এসএন