সোমবার থেকে যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু
১৮ নভেম্বর ২০১৮ ১৮:৪৭
।। স্পোর্টস করেপসন্ডেন্ট।।
ঢাকাঃ ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় সোমবার থেকে শুরু হচ্ছে তীর ‘তীর ২য় জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০১৮’। টঙ্গিস্থ আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে দুইদিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০ টায় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হবে।
চ্যাম্পিয়নশীপস উপলক্ষে রবিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করছে সিটি গ্রুপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মো: ফারজানুল হক এবং সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলসহ সংশ্লিষ্টরা।
সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মো: ফারজানুল হক সংবাদ সম্মেলনে জানান,, তীর আর্চারি ফেডারেশনের উন্নয়ন ও সফলতার জন্য আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে সবসময় পাশে থাকবে।
সারাবাংলা/জেএইচ