Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুযোগ পেলে কাজে লাগাতে চান সৌম্য


১৮ নভেম্বর ২০১৮ ১৯:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বেশ কিছুদিন ধরেই তার ব্যাটে রান আসছে। এশিয়া কাপ থেকে ফেরার পর জাতীয় লিগে রান পেয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। এরপর সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবার পেয়েছেন সেঞ্চুরি। তবে সৌম্য সরকারের আসল পরীক্ষা অপেক্ষা করছে এখন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছেন টেস্ট দলে। খুব বড় অঘটন না ঘটলে চট্টগ্রামে প্রথম টেস্টে তার খেলা নিশ্চিত। রোববার (১৮ নভেম্বর) ক্যারিবীয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর কথা বললেন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানেই বললেন, সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করবেন।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর জাতীয় দলে সুযোগ পেলেও টেস্ট আর খেলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিম ইকবাল ফিট থাকলে হয়তো নাও থাকতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে পাঁজরের চোটে তামিম ইকবাল ছিটকে যাওয়ায় সৌম্য চলে এসেছেন দলে। ইমরুল কায়েসের সঙ্গে তিনিই একমাত্র ওপেনার, লিটন দাস বাদ পড়ে যাওয়ায় মোটামুটি নিশ্চিত যে সৌম্য থাকছেন একাদশে।

বেশ কয়েক দিন থেকেই সৌম্য আছেন দুর্দান্ত ফর্মে। তবে নিজের ওপর বেশি চাপ নিতে চান না, ‘আত্মবিশ্বাস বলতে, ব্যক্তিগতভাবে আলাদা কোনো পরিকল্পনা করিনি। যদি ওইটা করি (চিন্তা) তাহলে নিজের উপর নিজের চাপ বেশি আসবে। সুযোগ পেলে উইকেটে বেশি সময় থাকার চেষ্টা থাকবে। প্রথম থেকে ভালোভাবে খেলতে হবে ইনিংস বড় করার জন্য।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন অবশ্য ব্যাট করার সুযোগ পাননি সৌম্য। ওয়েস্ট ইন্ডিজ আজ ব্যাটিং করায় কাল সেটি পাবে বিসিবি একাদশ। সৌম্য জানেন, নিজের দাবিটা জানান দেওয়ার আর টেস্ট মেজাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সেটি বড় একটা উপলক্ষ, ‘কাল আমাদের ব্যাটিং আছে। অনেকদিন পর সুযোগ পেয়েছি। চেষ্টা করব ভালো কিছু করার। যদি উপরের দিকে বা যেখানেই হোক ব্যাট করার সুযোগ পাই চেষ্টা করব উইকেটে বেশি সময় কাটাতে।’

বিজ্ঞাপন

এর মধ্যে জাতীয় দলের কোচ সালাহউদ্দিনের সঙ্গে কিছু কাজও করেছেন। সেটা নিয়েও কথা বলেছেন সৌম্য, ‘ওটা আমার ব্যক্তিগত… অনুশীলনটা বাড়ানো আরকি। যেহেতু জাতীয় লিগে স্পিন বেশি হয় কাজেই বাঁহাতি স্পিন আর অফ স্পিনে বেশি মনোযোগ ছিল।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর