।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ভাসাভী বীচ কাবাডি টুর্নামেন্টের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী ও নারী বিভাগে বাংলাদেশ আনসার। কক্সবাজারের সুগন্ধা বীচে এই কাবাডির চার দিন ব্যাপী এই টুর্নামেন্টটির শেষ দিন ছিল আজ রবিবার (১৮ নভেম্বর)।
বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ নৌ-বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে ০৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। পরবর্তীতে ৫:১৫ মিনিটে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার বাংলাদেশ পুলিশকে ১৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে তাদের বিজয় ছিনিয়ে আনে।
এর আগে বিকাল ৩:০০ টায় তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জয়লাভ করে পুরুষ বিভাগের বাংলাদেশ জেল ও নারী বিভাগের বিজেএমসি।
খেলা শেষে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও প্রাইজমানি বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৮ টি দল ও নারী বিভাগে ৬ টি দল অংশগ্রহণ করেছে।
সারাবাংলা/জেএইচ