Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফিরল স্পেন


১৯ নভেম্বর ২০১৮ ১২:১০ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ১২:১২

।। স্পোর্টস ডেস্ক ।।

গত সপ্তাহে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল স্পেন। এর আগে গত মাসে (অক্টোবর) ইংল্যান্ডের কাছেও ৩-২ গোলে হারে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে রোববার রাতে (১৮ নভেম্বর) ঘরের মাঠ লাস পালমাসে প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের বেশীরভাগ সময়ে বল ধরে রাকলেও প্রথমার্ধে গোল পায়নি স্পেন। তাই প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর মাঠে নেমে বসনিয়ার বিপক্ষে আক্রমণ চালায় স্বাগতিকরা। শুরুতেই দারুণ সুযোগ নষ্ট করেন মোরাতা।

আসেনিসওর বাড়ানো বল পেয়েও বল জালে পাঠাতে পারেননি স্প্যানিশ এই ফুটবলার।

তবে ম্যাচের ৭৮ মিনিটে গোলের দেখা পান অভিষিক্ত ব্রাইস মেন্দেস। তাতেই এগিয়ে যায় স্পেন (১-০)। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর নেয়া শট ঠেকান বসনিয়া গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করে বসেন সেল্টা ভিগোর এই ফুটবলার।

সারাবাংলা/এসএন

প্রীতি ম্যাচ বসনিয়া স্পেন

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর