Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিমদের ছাড়াই পিএসএল, যেমন হলো দলগুলো


২১ নভেম্বর ২০১৮ ১৪:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) নতুন আসর। চতুর্থ আসরকে সামনে রেখে এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। যেখানে সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। প্রথমবারের মতো খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, দক্ষিণ আফ্রিকার সাবেক দলপতি এবি ডি ভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন।

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমিতে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। রিটেইনড প্লেয়ারদের তালিকায় দুজনের কাউকেই রাখেনি পেশোয়ার জালমি। এছাড়া, মাহমুদউল্লাহ রিয়াদ গত আসরে খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে। তাকেও দলে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে তাদের ছেড়ে দিলেও তাদের নতুন করে কিনেনি কোনো দল। এদিকে গোল্ড ক্যাটাগরিতে পিএসএলের নিলামে ছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান, আরিফুল হক ও জাকির হাসান। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরও কিনতে আগ্রহ দেখায়নি। গতবার সাকিবের বদলি হিসেবে পেশোয়ারে খেলেছিলেন সাব্বির।

এদিকে, ডায়মন্ড ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের ক্রেইগ ওয়েভারটন, মার্ক উড, অস্ট্রেলিয়ার বেন কাটিং, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ, শিমরন হেটমেয়ার, আফগানিস্তানের মুজিব উর রহমান, জিম্বাবুয়ের সলোমন মিরে, আয়ারল্যান্ডের পল স্টারলিংরা। ছয়টি দল এবারের আসরে অংশ নেবে। দলগুলো হলো-ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ষষ্ঠ দল (সম্ভাব্য নাম-মুলতান সুলতানস)। প্রথম আসরে ইসলামাবাদ শিরোপা জেতে, দ্বিতীয়বার শিরোপা জেতে করাচি আর গতবার শিরোপা পুনরুদ্ধার করে ইসলামাবাদ।

দেখে নিন যেমন হলো দলগুলো:
ইসলামাবাদ ইউনাইটেড: লুক রঞ্চি, শাদাব খান, ফাহিম আশরাফ, আসিফ আলি, মোহাম্মদ সামি, রুম্মন রইস, হুসাইন তালাত, ওয়াকাস মাকসুদ, শাহিবজাদা ফারহান, জাফর গোহার, ইয়ান বেল, ফিল সল্ট, সামিত প্যাটেল, ক্যামেরুন ডেলপোর্ট, মুহাম্মদ মুসা, নাসির নওয়াজ, ওয়েইন পারনেল, জাহির খান, আমাদ বাট এবং রিজওয়ান হুসাইন।

করাচি কিংস: কলিন মুনরো, মোহাম্মদ আমির, বাবর আজম, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, উসমান খান, মুহাম্মদ রিজওয়ান, রবি বোপারা, সিকান্দার রাজা, ওয়াইস জিয়া, ইসামা মির, অ্যারন সুমারস, সোহাইল খান, ইফতিখার আহমেদ, আলি ইমরান, আবরার আহমেদ, আমির ইয়ামিন, বেন ডাঙ্ক, লিয়াম লিভিংস্টোন এবং জাহিদ আলি।

লাহোর কালান্দার্স: ফখর জামান, ইয়াসির শাহ, অ্যান্টন ডেভিচ, রাহাত আলি, শাহিন আফ্রিদি, আঘা সালমান, সোহাইল আখতার, হাসান খান, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ হাফিজ, কার্লোস ব্রাথওয়েইট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচান, হারিস সোহেল, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ, ব্রেন্ডন টেইলর, গৌহার আলি, আইজাজ চিমা এবং হারিস রউফ।

পেশোয়ার জালমি: ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ড্যারেন স্যামি, কামরান আকমল, লিয়াম ডসন, উমাইদ আসিফ, খালিদ উসমান, সামিন গুল, কিয়েরন পোলার্ড, মিসবাহ উল হক, ডেভিড মালান, উমর আমিন, ওয়েইন ম্যাডসন, সোহাইব মাকসুদ, জামাল আনোয়ার, নবী গুল, ওয়াকার সালামখেলি, ক্রিস জর্ডান, ইবতিশাম শেখ এবং সামিউল্লাহ আফ্রিদি।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ, সুনীল নারাইন, শেন ওয়াটসন, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, রিলে রুশো, উমর আকমল, আনোয়ার আলি, সৌদ শাকিল, ডোয়েইন ব্রাভো, ফাওয়াদ আহমেদ, মোহাম্মদ আসগার, দানিশ আজিজ, আহসান আলি, গুলাম মুদাসসার, নাসিম শাহ, হ্যারি গার্নে, আহমেদ শেহজাদ, আজম খান এবং জালাত খান।

ষষ্ঠ দল (মুলতান সুলতানস): শোয়েব মালিক, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, শান মাসুদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ ইরফান (২), উমর সিদ্দিক, মোহাম্মদ জুনাইদ, স্টিভ স্মিথ, শহীদ আফ্রিদি, জো ডেনলি, কায়েস আহমেদ, নিকোলাস পুরান, লৌরি ইভানস, নুমান আলি, মোহাম্মদ ইলিয়াস, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, টম মুরস, আলি শফিক এবং শাকিল আনসার।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর