।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ আগামী ২৩ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে সাত দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বধির টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের এ বিশ্ব আসরে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশের ২১ সদস্যের বধির ক্রিকেট দল।
আজ বুধবার (২১ নভেম্বর) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগে ২০০৫ সালে প্রথম অংশ নিয়েছিলো। ২০১৫ সালের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল লাল-সবুজরা। গেলবছরেও এশিয়া কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ।
এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে অংশ নিতে চলেছেন বলে জানিয়েছে দলের প্রধান কোচ আনিসুল ইসলাম নিপু, ‘আমাদের কোন মাঠ নাই। পল্টন মাঠেই প্রাকটিস করেছি। যদি ভালো গ্রাউন্ড পেতাম আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম। সারাদেশ থেকে দুই পর্বে বাছাইকরে ১৪ ক্রিকেটারকে চূড়ান্ত করেছি। সেখান থেকে কিছু খেলোয়াড় এ বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে। দল নিয়ে আমরা আশাবাদী।’
ভারতের কাছে হেরেই শেষবার নয়াদিল্লিতে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার আয়োজকদের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবে ইমন-আকিবরা। বাংলাদেশ-ভারত ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিবে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ছয়জন কর্মকর্তা, একজন কোচসহ ২১জনের একটি দল যাচ্ছে ভারতে। দলনেতা হিসেবে যাচ্ছেন বিডিএসফের সহ-সভাপতি গাজী কামরুল হাসান, দোভাষী হিসেবে সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খান, দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন যুগ্ম সম্পাদক ইসতিয়াক আলম।
১৪ জনের বাংলাদেশ স্কোয়াডঃ
শাহরিয়ার আহমেদ চৌধুরী (অধিনায়ক), আকিব মাহমুদ, রায়হান মুনীর, সোহেল, আফসার উদ্দিন রিয়াদ, আকছার আহমেদ, রাসেল আহমেদ, ইমরান খান শ্রাবণ, রওনক আহমদে রাফি, রুবেল, নাফিস ইমতিয়াজ দীপ, ফায়জুল আলম আবির, সেতু, আব্দুল্লাহ আল হাসিব।
কোচ: আনিসুল ইসলাম নিপু।
বধির ক্রিকেট দলের এই স্কোয়াডের আটজন ২০১৫ সালের সবশেষ বিশ্বকাপ খেলেছেন। দলটির পৃষ্ঠপোষকতা করেছে স্টেইনলেস স্টিল মিলস (এসকেবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বধির আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য ফিরোজ আহমেদ, বিডিএসফের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খান ও সহ-সভাপতি গাজী কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা।
সারাবাংলা/জেএইচ