।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
২০০ উইকেটের জন্য অপেক্ষা ছিল শুধু একটির। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তা পেয়ে গেলেন সাকিব আল হাসান। কাইরন পাওয়েল ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গেলেন, কিন্তু লাইন মিস করে হয়ে গেলেন স্টাম্পড। প্রথম বাংলাদেশ বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব।
৩ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলও হয়ে গেল সেই সঙ্গে। টেস্ট ইতিহাসের ১৪তম ক্রিকেটার হিসেবে সেটা করলেন সাকিব।
প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে মাইলফলকের খুব কাছাকাছি গিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে সেটি পেয়ে গেলেন খুব দ্রুত। টেস্ট ইতিহাসে এর আগে জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফ, শন পোলক, ক্রিস কেয়ার্ন্স, শেন ওয়ার্ন, চামিন্দা ভাস, স্টুয়ার্ট ব্রড এই কীর্তি করেছিলেন। তবে সবার আগে তা করলেন সাকিবই।
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এএম/এমআরপি