Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় জয় ম্যানচেস্টার সিটির, ড্র ইউনাইটেডের


২৫ নভেম্বর ২০১৮ ০৯:৫২

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। শনিবার (২৪ নভেম্বর) ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে এই ম্যাচে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার ছাত্ররা।

স্বাগতিকদের হারানোর দিনে জোড়া গোল করেন লেরয় সানে। আর একটি করে গোল পান ডেভিড সিলভা ও রহিম স্টার্লিং।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ম্যান সিটি। ম্যাচের ১১ মিনিটে দলকে এগিয়ে নেন ডেভিড সিলভা। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে বল পেয়ে যান সিলভা, সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি (১-০)। চার মিনিটের ব্যবধানে সিটির হয়ে গোল করে ব্যবধান আরো বাড়ান ইংলিশ মিডফিল্ডার রহিম স্টার্লিং। ডি-বক্সে লেরয় সানের বাড়ানো বল থেকে গোল করেন তিনি (২-০)।

এরপর নিজেই গোল উৎসবে যোগ দেন লেয়র সানে। ম্যাচের ৩১ মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন জার্মান এই অ্যাটাকিং মিডফিল্ডার (৩-০)। তাতেই ৩-০ গোলের বড় ব্যবধানে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।

বিরতির পর লড়াই চালায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৫৬ মিনিটে সুযোগও পায় তারা। তবে দুর্দান্ত এক শট থেকে বল পোস্টে লেগে সেই সুযোগ হারান মিডফিল্ডার মিখায়েল আন্টোনিওর। এরপর আর তেমন কোনো সুযোগ পায়নি স্বাগতিকরা। তবে ম্যাচের যোগ করা সময়ে আরেকটি গোল করে সানে (৪-০)। গাব্রিয়েল জেসুসের বাড়ানো বল পেয়ে স্বাগতিকদের জালে জড়াতে ভুল করেননি সানে। তাতেই ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

এ নিয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও ২টি ম্যাচে ড্র করে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে ওয়েস্ট হ্যাম।

বিজ্ঞাপন

দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গোলশূন্য ড্র করে হোসে মোরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

১৩ ম্যাচে ৬টি জয় ও ৩টি ড্র এবং ৪ ম্যাচ হারে ২১ পয়েন্ট লিগ টেবিলের সাতে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

সারাবাংলা/এসএন

ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর