Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল ছেড়ে চেলসিতে রোনালদো!


৯ জানুয়ারি ২০১৮ ১৬:০৭

MADRID, SPAIN – AUGUST 23: Cristiano Ronaldo of Real Madrid CF looks on during the Santiago Bernabeu Trophy match between Real Madrid CF and ACF Fiorentina at Estadio Santiago Bernabeu on August 23, 2017 in Madrid, Spain. (Photo by Denis Doyle/Getty Images)

সারাবাংলা ডেস্ক

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে দল পরিবর্তন করছেন বলে গুঞ্জন উঠেছে। বাতাসে ভাসছে লা লিগা ছেড়ে রোনালদো যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে। কর ফাঁকির প্রক্রিয়া শুরু করায় গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমেই লা লিগা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন চলছে সিআর সেভেন খ্যাত রোনালদোর।

পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী এই ফুটবলার চলতি মৌসুমে শেষ ম্যাচ খেলেন সেল্টা ভিগোর বিপক্ষে। শেষ ম্যাচে কোনো গোল যোগ করতে পারেননি নিজের ঝুলিতে। লা লিগার চলতি মৌসুমে সবমিলিয়ে গোল করেছেন চারটি।

মৌসুমের মধ্যবর্তী সময়ে রিয়াল ছাড়ার কারণ, এই তারকা ফুটবলারের বিরুদ্ধে কর ফাঁকির প্রক্রিয়া শুরু হচ্ছে।

৩২ বছর বয়সী এই তারকা ২০০২-০৩ মৌসুমে পর্তুগিজ ক্লাবে খেলার পর সুযোগ পান ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩ থেকে ২০০৯ মৌসুমে ইংলিশ এই ক্লাবের হয়ে খেলেন। ২০০৯-১০ মৌসুমে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ইচ্ছা থাকলেও সুযোগ পাচ্ছেন না আগের ক্লাবে (ম্যানচেস্টার ইউনাইটেড) ফিরে যাওয়ার।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ক্লাব ম্যানেজার হোসে মরিনহো রোনালদোকে নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি। যে কারণেই এবার চেলসিতে দৃষ্টি রোনালদোর।

এদিকে, রোনালদোর দল (রিয়াল) ছেড়ে যাওয়ার আগে থেকেই শূন্য জায়গা পূরণের পরিকল্পনা নিয়েই রেখেছে স্প্যানিশ ক্লাবটি। রোনালদোর পরবর্তিতে এডেন হ্যাজার্ডকে দলে নেয়ার প্রক্রিয়া চলছে রিয়ালের। চেলসিতে খেলা এই তারকা রিয়ালে না গেলে ব্লুজদের দরকার পড়বে নতুন কোনো ফরোয়ার্ড। সেক্ষেত্রে ব্লুজদের কোচ অ্যান্তোনিও কোন্তে রোনালদোকে দিয়েই সেই স্থান পূরণের চেষ্টা করতে পারেন। সময়ই বলে দেবে রোনালদো স্ট্যাম্পফোর্ড ব্রিজের দলটিতে পা রাখেন কি না!

সারাবাংলা/এমআরপি/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর