Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার নেটে থাকবেন স্মিথ-ওয়ার্নার


২৬ নভেম্বর ২০১৮ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

বছরের শুরুতে বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় অস্ট্রেলিয়া জাতীয় দলে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। তবে নিষেধাজ্ঞা কাটালেও দলের সঙ্গেই আছেন তারা দু’জন। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অজি দলের নেটে থাকবেন অজি এই দুই তারকা।

নিষেধাজ্ঞা কমানোর জন্য আবেদন করেও শাস্তি কমাতে পারেননি স্মিথ-ওয়ার্নাররা। তাদের আবেদন নাকচ করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও থাকা হবেনা এই দুই তারকার।

তবে রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টেস্ট দলের সদস্যদের অনুশীলনে আসেন অজি দলের সাবেক সহ-অধিনায়ক ওয়ার্নার। ব্যাট হাতে নেটে ছিলেন তিনি। চলতি সপ্তাহে নাকি নেটে যোগ দেবেন স্মিথও।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে না থাকলেও প্রস্তুতি নিতেই জালে অনুশীলন চালিয়ে যেতে চান স্মিথ-ওয়ার্নার।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর