Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্যার, আপনার দোয়া নিতে এসেছি’


২৬ নভেম্বর ২০১৮ ১৯:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: অভিষেকেই দারুণ রেকর্ড গড়েছেন নাঈম হাসান। পাঁচ উইকেট নিয়ে গড়েছেন অনন্য এই রেকর্ড। টেস্ট ইতিহাসে তার চেয়ে কম বয়সে আর কারও টেস্ট অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। আর বল হাতে তো নাঈম বিশ্বরেকর্ডই করলেন।

ক্রিকেট মাঠে সাফল্যের পর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাগুরুর দোয়া নিয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র নাঈম হাসান। উপাচার্য ড.অনুপম সেন মাথায় হাত বুলিয়ে প্রিয় ছাত্রের জন্য শুভকামনা জানিয়েছেন। অভিনন্দনের পাশাপাশি খেলার মাঠে ছাত্রের এমন সাফল্য যেন অব্যাহত থাকে সেই কামনাও করেছেন।

বিজ্ঞাপন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেও এই প্রথম উপাচার্যের সান্নিধ্য পেয়েছেন নাঈম। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে প্রথম সাক্ষাতে তাই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নাঈমকে পেয়ে শিক্ষক-সহপাঠী, বিশ্ববিদ্যালয়ে কমকর্তা-কর্মচারী সবার মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। শিক্ষার্থী-সহপাঠীরা তার সঙ্গে সেলফি তোলেন। অনেকে এসে তাকে জড়িয়ে ধরেন। সাফল্যের জন্য তাকে অভিনন্দিত করেন।

নাঈম হাসান উপাচার্যের কক্ষে ঢুকে সালাম দিয়ে বলেন, ‘স্যার, আমি আপনার দোয়া নিতে এসেছি।’ টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাত্রকে উপাচার্য ড.অনুপম সেন নিজের আসন থেকে উঠে গিয়ে বুকে জড়িয়ে ধরেন। নাঈমকে নিয়ে কনফারেন্স কক্ষে যান তিনি। এরপর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুপম সেন এ সময় নাঈমকে বলেন, ‘পড়ালেখা বন্ধ করো না। যত কষ্ট হোক, পড়ালেখাটা শেষ করো।’ জবাবে নাঈম বলেন, ‘স্যার, আমার খুব ইচ্ছা এমবিএ শেষ করব। আপনি দোয়া করবেন স্যার।’

তবে এসময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি নাঈম হাসান।

এসময় আরও ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সহকারী ডিন মইনুল হক, বিশ্ববিদ্যালয় স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক আহমদ রাজীব চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির সদস্য হাসানুল ইসলাম চৌধুরী, টুটন চন্দ্র মল্লিক, ফারহানা শিরিন চৌধুরী, স্টিভ অস্কার ডি রোজারিও, হিল্লোল সাহা, কামরুল হাসান ও তাসনিম উদ্দিন চোধুরী এবং কমিটির সদস্য সচিব পংকজ বিশ্বাস।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমের ছেলে নাঈম। নগরীর চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় তাদের বাড়ি। নাঈম হাসান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হয়েও বিভিন্ন ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর