রোমাকে হারিয়ে গ্রুপ শীর্ষে রিয়াল
২৮ নভেম্বর ২০১৮ ১০:২৫
স্পোর্টস ডেস্ক ।।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের পঞ্চম ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নিয়েছে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রোমার মাঠে এই ম্যাচে ২-০ গোলের জয় তুলে লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে সান্তিয়াগো সোলারির দল।
রোমার মাঠে এই ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউ। ঘরের মাঠে শুরুটা বেশ ভালোই ছিল রোমার। তবে বিরতির পর মাঠে নেমে চমক দেখায় রিয়াল। ৪৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ওয়েলস তারকা গ্যারেথ বেল (১-০)। এরপর ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান আরো বাড়ান লুকাস ভাসকেজ (২-০)। ম্যাচের বাকি সময় লড়াই চালিয়েও আর গোল পায়নি রোমা। তাতেই ২-০ ব্যবধানে জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই নিয়ে ৫ ম্যাচের ৪ জয় ও ১টি হারে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’ এর শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩টি জয় ও ২টি ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রোমা।
এর আগে গ্রুপের অন্য ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনের কাছে ২-১ গোলে হারে সিএসকেএ মস্কো। তাতেই অবশ্য দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদ ও রোমার।
পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে আছে ভিক্টোরিয়া প্লজেন আছে টেবিলের তিনে। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের চারে আছে সিএসকেএ মস্কো।
একই দিনে ‘ই’ গ্রুপের ম্যাচে বেনফিকার বিপক্ষে মাঠে নামে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে ৫-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বায়ার্ন। আরিয়েন রবেন ও রবের্তো লেভানদফস্কি জোড়া গোল করেন।
এ নিয়ে ৫ ম্যাচে চার জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে বায়ার্ন। ষোলো নিশ্চিত হয়েছে ক্লাব আয়াক্সেরও। মঙ্গলবার (২৮ নভেম্বর) এইকে অ্যাথেন্সের মাঠে ২-০ গোলের জয় তুলে সবমিলিয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে থেকে শেষ ষোলোতে উঠে গেছে আয়াক্স। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বেনফিকা। আর সমান ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে আছে এইকে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘এফ’ গ্রুপের ম্যাচে লিওঁর বিপক্ষে মাঠে নেমে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকিট কেটেছে তারা।
এ নিয়ে পাঁচ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটির। সমান ম্যাচে ১ জয় ও চার ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লিওঁ।
সারাবাংলা/এসএন