Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের বিপক্ষে হাথুরুর নতুন ‘অস্ত্র’


৯ জানুয়ারি ২০১৮ ২০:৫৮

সারাবাংলা ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার পর নিজ দেশে ফিরে শ্রীলঙ্কান দলের দায়িত্ব নেন চণ্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান শিবির নিয়ে তার প্রথম মিশনটা বাংলাদেশের মাটিতেই। এজন্যই ১৬ সদস্যের দল নিয়ে আসছেন মিশনে। মোটামুটি শক্ত পোক্ত দলনিয়েই আসছেন হাথুরু। দলে অন্তর্ভুক্ত করেছেন নতুন ‘মোস্তাফিজ’!

নাম শেহান মাদুশাংকা। গতি আর সুইং নির্ভর এই বোলার লঙ্কান ঘরোয়া ক্রিকেটে চমক দেখাচ্ছেন। তাকে দলে অন্তর্ভুক্ত করলেন বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজেই।

বাংলাদেশ দলের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলে যোগ করার ক্ষেত্রে বড় ভূমিকাই ছিল সদ্য দায়িত্ব ছেড়ে যাওয়া কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান ওয়ানডে ক্রিকেটের অভিষেক ম্যাচেই ভারতকে ধসিয়ে দিয়েছিলেন কাটার যাদুতে। ভারতের বিপক্ষে ২০১৫ সালের জুন মাসে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। ৭৯ রানের বড় ব্যবধানে সেদিন জয় পায় বাংলাদেশ। কাটার মাষ্টারের শুরুটা সেখান থেকেই। বাংলাদেশ দলের এই বোলিং অস্ত্রকে সেদিন দলে এনে যেই চমক দেখিয়েছিলেন হাথুরু, ঠিক একইরকম আভাস পাচ্ছে ক্রিকেট বিশ্ব।

১৪০ কিঃমিঃ এর চেয়েও বেশী গতি তোলার সামর্থ্য আছে লঙ্কান দলে জায়গা করে নেয়া ২২ বছর বয়সী শেহান মাদুশাংকার। এই বোলারকে নিয়ে উচ্ছসিত হাথুরুসিংহে বলেন ‘একজন বোলার হিসেবে আমরা যেমনটা চাই, ঠিক সেটাই আছে ওর মধ্যে (শেহান)’। মুস্তাফিজের পর তাই লঙ্কানদের হয়ে নতুন অস্ত্র নিয়েই মিশন শুরু করতে আসছেন হাথুরুসিংহে।

বাংলাদেশ জাতীয় দলে কোচ হিসেবে দায়িত্বে ছিলেন চণ্ডিকা হাথুরুসিংহে। ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন তিনি। ডিসেম্বরেই লঙ্কান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।

বিজ্ঞাপন

শেহান মাদুশাংকা ছাড়াও লঙ্কান দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ওয়ানিনদু হাসারাঙ্গা, দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিস।

লঙ্কানদের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস,দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান দিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শিহান মাদুসানকা, আকিলা ধনাঞ্জয়, লাকসান সান্দাকান এবং ওয়ানিনদু হাসারাঙ্গা।

সারাবাংলা/এসএন/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর