Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মজিদের ব্যাটে আবারো রান, এবাদতের ক্যারিয়ার সেরা বোলিং


২৮ নভেম্বর ২০১৮ ১৮:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন এবং নর্থ জোন। এই ম্যাচেও রান পেয়েছেন টানা দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া সেন্ট্রাল জোনের টপঅর্ডার ব্যাটসম্যান আবদুল মজিদ। এছাড়া, নর্থ জোনের পেসার এবাদত হোসেন প্রথমশ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে তুলে নিয়েছেন ৬ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে তোলে ২২০ রান। প্রথম দিন শেষে এক উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে নর্থ জোন। হাতে ৯ উইকেট নিয়ে ১৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে নাঈম ইসলাম, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, জহুরুল ইসলামরা।

ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের ওপেনার লিটন দাস ৩ রান করে ফেরেন। আরেক ওপেনার ও দলপতি নাজমুল হোসেন শান্ত ১০ রান করেন। তিন নম্বরে নেমে আবদুল মজিদ করেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। ১৯৭ মিনিট ক্রিজে থেকে ১৪৫ বল মোকাবেলা করে আবদুল মজিদ ১৩টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। এর আগে সাউথ জোনের বিপক্ষে সিলেটে আবদুল মজিদ ১৪১ রানে অপরাজিত ছিলেন। আর তারও আগে কক্সবাজারে জাতীয় লিগের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে করেছিলেন ১০৪ রান। তার কদিন আগে খেলেছেন ৩৯, ৭২, ১৩২, ২০৫, ৪৪ আর ৬০* রানের বড় ইনিংস।

এছাড়া, মার্শাল আইয়ুব ০, মোসাদ্দেক হোসেন সৈকত ২ রানে বিদায় নেন। শুভাগত হোম ৪৮, জাকের আলি ১৩, মোশাররফ রুবেল ৩৪, শহিদুল ইসলাম ১৬ রান করেন।

নর্থ জোনের হয়ে পেসার এবাদত হোসেন ১৭.৫ ওভারে ৫১ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট। এর আগে তার ক্যারিয়ার সেরা পারফর্ম ছিল ৩২/৪। এছাড়া, জিয়াউর রহমান দুটি, সানজামুল ইসলাম একটি আর মোহর শেখ একটি করে উইকেট লাভ করেন।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে নর্থ জোনের ওপেনার জুনায়েদ সিদ্দিকী ব্যক্তিগত ২ রানে বিদায় নেন। আরেক ওপেনার মিজানুর রহমান ৩৪ আর ফরহাদ হোসেন ৩১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। একমাত্র উইকেট নিয়েছেন সেন্ট্রাল জোনের শহিদুল ইসলাম।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর