Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-রফিককে টপকে যাওয়ার হাতছানি


২৮ নভেম্বর ২০১৮ ২০:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক সাকিব আল হাসান। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২০০ টেস্ট উইকেটের মালিক হন সাকিব। তার এখন উইকেট সংখ্যা ২০১। টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট পেয়েছিলেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর কোনো বাংলাদেশি বোলার টেস্টে উইকেটের সংখ্যায় তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সঙ্গে সাদা পোশাকে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। ২০০৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই স্পিনার খেলেছেন ৩৩ ম্যাচ, দখল করেছেন ১০০ উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ৪৮তম ইনিংসে এই কীর্তি গড়েন রফিক।

২০০৭ সালে টেস্ট অভিষেকের পর সাকিব নিজের ৫৪তম টেস্টের ৯১তম ইনিংসে এসে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সবচেয়ে দ্রুত সময়ে সাকিবের মতো টেস্টে ৩০০০ রান আর ২০০ উইকেট নেই অন্য কারো। নিজের ক্যারিয়ারের ২৮তম ম্যাচে ও ৪৬তম ইনিংসে নিজের শততম উইকেট তুলে নিয়ে রফিককে ছাড়িয়ে গিয়েছিলেন সাকিব।

এবার সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার দেশের হয়ে দ্রুততম উইকেটের সেঞ্চুরি করার দ্বারপ্রান্তে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে তাতে তাইজুলের দরকার আর মাত্র ৬টি উইকেট। দুই ইনিংস খেলে সেই সুযোগ থাকছে ৯৪ উইকেট শিকারী এই স্পিনারের। এর মধ্যে তাইজুল খেলেছেন মাত্র ২২টি টেস্ট ম্যাচ, বোলিং করেছেন ৪০ ইনিংসে। মিরপুরে ৬টি উইকেট পেলেই তাইজুলের নামের পাশে থাকবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

বিজ্ঞাপন

মিরপুরে দুই ইনিংসে সাতটি উইকেট পেলে তাইজুল ছাড়িয়ে যাবেন রফিককে। তাতে টেস্টে ১০১ উইকেট নিয়ে হয়ে যাবেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক। ২০১৪ সালে টেস্টে অভিষেক হওয়া তাইজুল বল হাতে আছেন দুর্দান্ত ফর্মে।

ঘরের মাটিতে কদিন আগে সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট। দুই ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। এরপর চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন আরও ৬টি উইকেট। সবশেষ তিন ম্যাচেই নিয়েছেন ২৫ উইকেট।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর