মুশফিকের বিকল্প হিসেবে আসছেন লিটন
২৯ নভেম্বর ২০১৮ ১৩:১৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৩:৩২
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: গতকাল অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এক্সরেতে দেখা গেছে কোনো চিড় নেই, তবে কাল পর্যন্তও আঙুলে ব্যথা ছিল তাঁর। আজ তাই বিকল্প হিসেবে দলে আনা হলো লিটন দাসকে। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান নিজেই তা নিশ্চিত করেছেন। তবে বলেছেন তিনি যতদূর জানেন মুশফিক খেলবেন।
কাল চোট পেলেও আজ সকালেও নেটে ছিলেন মুশফিক। বেশ কিছুক্ষণ নকও করেছেন, রসিকতাও করেছেন সতীর্থ বা পরিচিতদের সঙ্গে। তবে কিপিং করতে পারবেন কি না, সেটি পুরোপুরি নিশ্চিত না হওয়াতেই মুশফিকের বদলে আনা হয়েছে লিটনকে। এই মুহূর্তে বিসিএলে খেলছেন লিটন, সেখান থেকে উড়িয়ে আনা হচ্ছে তাঁকে।
সর্বশেষ সিলেট ও মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে খেলেছিলেন লিটন। তবে ওপেনিং নেমে ভালো করতে না পারায় বাদ পড়েছেন। এবার ফিরলে ওপেনার হিসেবে ফেরার সম্ভাবনা ক্ষীণ, নিশ্চিত করেছেন সাকিব। তার মানে সাদমান ও সৌম্যই নামছেন ওপেনিংয়ে।
সারাবাংলা/ এএম