Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি যাদুতে বার্সার জয়; শঙ্কায় ইন্টার মিলান; আশা টটেনহাম-পিএসজির


২৯ নভেম্বর ২০১৮ ১৫:৩২

।। স্পোর্টস ডেস্ক।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের বুধবারের রাতটা অনেক প্রশ্নের উত্তর যেমন দিয়েছে আবার অনেক প্রশ্ন এখনও জট খুলতে পারে নি। মেসি যাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেমন নক আউট পর্বে পা রেখে বার্সেলোন তেমনি ইন্টার মিলান হেরে বাদ পড়ার শঙ্কায়। অন্যদিকে লিভারপুলকে হারিয়ে পিএসজি ও টটেনহাম ফেলছে স্বস্থির নিশ্বাস।

ম্যাচগুলোর মধ্যে হাইভোল্টেজ বলতে লিভারপুল ও পিএসজির ম্যাচটির কথা বলতে হবে। হারলেই বাদ পড়ার শঙ্কা- এমন সমীকরণ নিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হয়েছিল পিএসজি। নেইমার ও বার্নাতের গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ২-১ ব্যবধানে লিভারপুলকে হারিয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। গ্রুপ টেবিলের স্বস্থির জায়গায় অবস্থান করছে পিএসজি। এক ধাপ নিচে নেমে শঙ্কায় লিভারপুল।

বিজ্ঞাপন

আরেক ম্যাচে পিএসভি এইন্ডহোভেনকে হারিয়েছে বার্সেলোনা। ২-১ ব্যবধানে এ জয়ে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। এক গোল করেছেন আরেকটি করিয়েছেন। তার যাদুতেই মূলত জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

গ্রুপের আরেক ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসেনের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে টটেনহাম। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে আছে ইন্টার মিলান। ১ পয়েন্ট নিয়ে তলানিতে পিএসভি। এই গ্রুপ থেকে শেষ ষোলোয় বার্সেলোনার সঙ্গী টটেনহাম নাকি ইন্টার মিলান হবে, তা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত।

বিজ্ঞাপন

বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। লিভারপুলের বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার বার্নাত।

গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা বেলগ্রেডের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর