Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিবাচক থেকেই সিরিজ জয়ের লক্ষ্য সাকিবের


২৯ নভেম্বর ২০১৮ ১৯:৪৭

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: অধিনায়ক হিসেবে অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিলেন সাকিব আল হাসান। সেটি সেই ২০০৯ সালের কথা, এরপর পেরিয়ে গেছে ৯ বছর। দেশের মাটিতে এবার সাকিবের সামনে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের হাতছানি। তবে ড্র করার লক্ষ্য নিয়ে নয়, কাল শুক্রবার থেকে শুরু মিরপুর টেস্টে সাকিব নামছেন জয়ের জন্যই। ইতিবাচক থেকেই সিরিজ জিততে চান সাকিব।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, জয়ের জন্য যা করা দরকার সেটাই তারা করবেন, ‘অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোন সিচুয়েশন আসে যেখানে হয়তো ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে ফার্স্ট টার্গেট অবশ্যই জেতার জন্য খেলা। বাংলাদেশের জন্য স্পেশাল হবে যদি আমরা মনে করি ২-০ তে জিততে পারি। আমরা চাই ২-০ তে জিততে। তার জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০ তে সিরিজ জিতি, কারণ আল্টিমেট লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা ডিফেন্সিভ ওয়েতে সিরিজটা জিততে চাই না। আমরা চাই পজিটিভ ফ্রেম অব মাইন্ড নিয়ে সিরিজটা জিতি এবং ২-০ তে জিতি।’

বিজ্ঞাপন

সাকিব মনে করিয়ে দিচ্ছেন, পিছিয়ে থাকার পর ওয়েস্ট ইন্ডিজও নিজেদের সেরাটা দিতে চাইবে। কাজটা তাই সহজ হবে না,‘স্বাভাবিকভাবেই উইন্ডিজ দল আরও ভালো করার জন্য এক্সাইটেড থাকবে। ওরা ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যেন ওরা ভালো করতে পারে, জিততে পারে। আমাদের জিততে হলে ওদের থেকে বেটার পারফর্ম করতে হবে। চিটাগংয়ে যেই পারফরমেন্স করেছি তারচেয়েও ভালো পারফর্ম করতে হবে এখানে জিততে হলে। আমাদের নিজেদের ওপরেও নিজেদের একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমি বিশ্বাস করি আমরা ওভারকাম করতে পারবো। তার জন্য আমাদের মেন্টালি অনেক বেশি স্ট্রং হতে হবে। ফিজিকালিও আমাদের অনেক টাফ হতে হবে। ’

বিজ্ঞাপন

সাকিব বললেন, আলাদা করে কোনো চাপও নিচ্ছেন না তারা, ‘না আমার তো মনে হয় না প্রেশার কিংবা অতিরিক্ত কোন চাপ আছে। গত দুই দিন ড্রেসিং রুমে বসে যা দেখেছি, সবাই খুব রিলাক্স মুডে আছে। খুবই ভালো সিচুয়েশনে আছে, একটা ম্যাচ শুরু হওয়ার আগে টিমের যতটুক আত্মবিশ্বাস থাকা দরকার ঠিক ততটুকই আমাদের আছে। আমি মনে করি ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই ভালো অবস্থা।’

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর