Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমার্জিং কাপে অধিনায়ক সোহান


২৯ নভেম্বর ২০১৮ ২০:০৬

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: গত বছর এসিসি ইমার্জিং কাপ হয়েছিল বাংলাদেশে, তাতে নেতৃত্ব দিয়েছিলেন নাসির হোসেন। এই বছর সেই টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়, আর তাতে বাংলাদেশের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।

সেই টুর্নামেন্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার।

এবারের ইমার্জিং কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে পাকিস্তান, হংকং ও আরব আমিরাত। ৬ ডিসেম্বর আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচ খেলার পর ৯ ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। দুইটি ম্যাচই হবে করাচিতে।

স্কোয়াড:
নুরুল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক, খালেদ আহমেদ, মোহর শেখ।

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর