Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি সিইও’র সঙ্গে সারাবাংলার সৌজন্য সাক্ষাৎ


৯ জানুয়ারি ২০১৮ ২২:০৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১৫:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সারাবাংলার একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের বিসিবি ভবনে এই সাক্ষাৎ হয়।

এ সময় সারাবাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সারাবাংলার মহাব্যবস্থাপক মিয়া ফয়সাল হাসান ও হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আতাউর রহমান মজুমদার।

সাক্ষাতে নিজাম উদ্দিন চৌধুরী সারাবাংলাকে স্বাগৎ জানান। তিনি সারাবাংলার পথচলার জন্য শুভকামনা করে শুভেচ্ছা জানান।

‘সারাবাংলা সারাক্ষণ’ প্রতিপাদ্য নিয়ে দেশের নতুন অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা। যার নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক মেনন মাহমুদ। এটি গাজী গ্রুপের একটি সিস্টার কনসার্ন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এনএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর