কোহলির ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
৩০ নভেম্বর ২০১৮ ১১:৪৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মানেই ব্যাটিংয়ের শৃঙ্খলা, আবার কোহলি মানেই ভাইরাল ছবি, নেটিজেনদের হামলা। অস্ট্রেলিয়া সফরে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। সেটি আবার প্রস্তুতি ম্যাচের টস করতে নেমে।
সিডনিতে প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছিলেন কোহলি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে কোহলি টস করতে নেমেছিলেন হাফপ্যান্ট পড়ে। ট্রাউজারের বদলে হাফপ্যান্ট পড়ে টস করতে নেমে পড়া কোহলির সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের অধিনায়ক স্যাম হোয়াইটম্যান ঠিকই ট্রাউজার পড়ে মাঠে নেমেছিলেন টস করতে।
কোহলি কেন হাফপ্যান্ট পড়ে টস করতে নেমেছিলেন সেটা জানা যায়নি। তবে, ছবিটি ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। অনেকেই বলছেন, হোক না প্রস্তুতি ম্যাচ তাই বলে হাফপ্যান্ট পড়ে অভিজাত খেলা ক্রিকেটের মাঠে কেউ টস করতে নামে? তাও আবার একটা দেশের প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব দেওয়া অধিনায়ক!
অনেকেই টিপ্পনি কেটে টুইট করেছেন, প্রতি মুহূর্তে কোহলিকে ফলো করে লাখ লাখ ক্রিকেট ছাত্র এটা দেখে কি শিখবে? যেখানে টেস্টে ব্লেজার গায়ে চাপিয়ে দুই অধিনায়ক টস করতে নামেন, সেখানে প্রস্তুতি ম্যাচে অন্তত ট্রাউজার পড়ে কোহলির টস করতে মাঠে নামার দরকার ছিল।
সমালোচনা শুনে ব্যাটিংয়ে নামা কোহলি অবশ্য প্রস্তুতি ম্যাচে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন। ৯২ ওভার ব্যাট করে ভারত ৩৫৮ রান তুলে অলআউট হয়। দলপতি কোহলি ৮৭ বলে সাতটি চার আর একটি ছক্কায় করেন ৬৪ রান। এছাড়া, ওপেনার পৃথ্বী শ ৬৬, লোকেশ রাহুল ৩, চেতশ্বর পূজারা ৫৪, আজিঙ্কা রাহানে ৫৬, হনুমা বিহারি ৫৩, রোহিত শর্মা ৪০, রিশব প্যান্ট অপরাজিত ১১ রান করেন।
সারাবাংলা/এমআরপি