Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার হাজারি ক্লাবে মুশফিক


৩০ নভেম্বর ২০১৮ ১৪:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

মাইলফলকটা ছুঁতে দরকার ছিল মাত্র ৮ রান। চট্টগ্রাম টেস্টে একটুর জন্য তা করতে পারেননি মুশফিকুর রহিম, সেটা পেয়ে গেলেন মিরপুরেই। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৪ হাজার রান হয়ে গেল মুশফিকুর রহিমের। এর আগে এই কীর্তি ছিল শুধু তামিম ইকবালের।

এই বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই টেস্টে চার হাজার রান হয়েছিল তামিমের। ১০৬তম ইনিংসে সেই মাইলফলকে পৌঁছেছেন, এরপর চোট আর টেস্ট খেলতে দেয়নি তাকে। মুশফিক চার হাজার রান করেছেন ১২৩তম ইনিংসে, তামিমের চেয়ে বেশি সময় লেগেছে তার। তবে তামিমের রান ৪০৪৯, এই টেস্টেই মুশফিক ছাড়িয়ে যেতে পারেন তাকে। তাতে, বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানও হবে তার। যদিও ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নিতে হয়েছে প্রথম ইনিংসে।

তিন হাজার রান টেস্টে আছে বাংলাদেশের আরও দুজনের। সবার আগে সেটি হয়েছিল হাবিবুল বাশারের। এরপর তামিম, মুশফিকের সঙ্গে সাকিব আল হাসানও ঢুকেছেন সেখানে। তামিম, মুশফিকের সঙ্গে চার হাজারের কাছাকাছি আছেন সাকিব, তবে সেজন্য তাকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর