Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাসন’ ভেঙে কোচিংয়ে ফিরছেন জিদান


৩০ নভেম্বর ২০১৮ ২০:০৮

।। স্পোর্টস ডেস্ক।।
রিয়াল মাদ্রিদের হয়ে বলতে গেলে সোনালী অধ্যায়ই পার করেছেন তিনি। ভেঙে পড়া ব্লাঙ্কোসদের টেনে ধরে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েই যেন উধাও হয়েছেন বিশ্বকাপজয়ী এই সাবেক এই ফুটবলার। কোচিং ছেড়ে নির্বাসনেই চলে গেছেন বলা চলে। আশার কথা হচ্ছে জিনেদিন জিদান ফিরছেন।

বিশ্বকাপ জয়ী এই ফ্রেন্স তারকার বড় ছেলে এনজো জিদানের ফেরার কথাই জানালেন গণমাধ্যমকে। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক শিরোপা জিতিয়ে কোচিং ছেড়ে অনেকটা অন্তরালেই চলে যাওয়া তার বাবাকে নিয়ে জানান এনজো।

বিজ্ঞাপন

‘আমরা সবাই জানি আমার বাবা ফুটবলকে কতটা ভালোবাসেন। কোচিংকেও অনেক ভালোবাসে।’ সুইস ক্লাব লাউসানেতে ধারে খেলতে যাওয়া এই ফুটবলার বলেন, ‘তিনি শিগগিরই কোচিংয়ে ফিরছেন।’

বাবার বিরতির কারণ জানাতে গিয়ে এনজো বলেন, তিনি এখন বিশ্রামে আছেন কারণ তার কিছু একটা দরকার। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে অনেক কাজ করতে হয়েছে তাকে।’

কোচিংয়ে ফিরে জিদানের ঠিকানা কোথায়?
জানা গেছে, বায়ার্ন মিউনিখ থেকে বহুবার তাকে কোচ হিসেবে নিয়োগের তোড়জোর করা হয়েছে। এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে জিদানের পরবর্তী ঠিকানা। মরিনহোর চুক্তি এখানে ২০২০ সাল পর্যন্ত। এদিকে দল হিসেবে লিগে সংকট সময় পার করছে মরিনহোর ম্যানইউ। সেই আলোচনা থেকেই ধারণা করা হচ্ছে জিদানের পরবর্তী ঠিকানা।

‘নির্বাসন’ ভেঙে তাহলে কোথায় যাবেন জিদান?

সারাবাংলা/জেএইচ

জিনেদিন জিদান বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর