Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরিটা মাকেই উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ


১ ডিসেম্বর ২০১৮ ২০:০৪

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আট বছর পর এই নভেম্বরেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই অপেক্ষার রেশ কাটতে না কাটতেই আরেকটি সেঞ্চুরি পেলেন সেই মিরপুরেই। সেবারের মতো এবারও উদযাপন করলেন সিজদা দিয়ে, হৃদয় ছুঁড়ে দিয়ে। সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ আজ সেঞ্চুরিটা উৎসর্গ করলেন মাকেই।

জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরির পর বাঁধভাঙা আনন্দে তা উদযাপন করেছিলেন মাহমুদউল্লাহ। আজ অবশ্য অতটা উচ্ছ্বসিত ছিলেন না। ম্যাচ শেষে ব্যাখ্যা করলেন উদযাপনের কারণ, ‘উদযাপনের উদ্দেশ্য আমার পরিবার। আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা। আমি আমার একশোটা আমার আম্মুকে উৎসর্গ করতে চাই। কারণ আমার বাবা-মা আমার জন্য অনেক দোয়া করে। সবার বাবা মা, তাই করে। এই কারণে আমার মনে হয় এই কারনে তারা এটা ডিজার্ভ করে।’

স্বীকার করলেন, আজ সকালে আউট হতেও হতেও বেঁচে গেছেন ‘যেটা বললাম ইতিবাচক ব্যাটিং করতে হবে। এতো কিছু আমি চিন্তা করছিলাম না। আমি রান করতে চাচ্ছিলাম। আমার জন্য ওটাই বেস্ট অপশন ছিল। আমার এভাবেই ব্যাটিং করা উচিত। তারপরও আজকে বেশ কয়েকবার আমি লাকিও ছিলাম। বেশ কয়েকটা সিদ্ধান্ত আমার পক্ষেও গিয়েছে। ওই জিনিসগুলোতে কিছুটা লাকি ছিলাম। তারপরও মনে হয় উন্নতির অনেক জায়গা আছে। কষ্ট করতে হবে আরও।’

তবে মিরপুরের উইকেটে ব্যাট করা সহজ ছিল না বলেই মনে করছেন টেস্টে বাংলাদেশের সহ অধিনায়ক, ‘উইকেটে বল খুব যে ব্যাটে আসছিল এমন ছিলো না। কষ্ট করে ব্যাট করতে হয়েছে। একটা সেশন, গত কাল বিকেলের দিকে, হার্ডলি দুইটা কি তিনটা বাউন্ডারি হয়েছে। সাকিবও বেশ কষ্ট করে ব্যাট করছিলো। এই জিনিসটাই, পজেটিভ থাকবো কিন্তু সহজেই যেন ভুলটা না করি। এটাই জাস্ট বেসিক প্ল্যান ছিল। এর বাইরে তেমন কিছু নিয়ে আমরা চিন্তা করি নি। লিটন খুব ভালো ব্যাটিং করেছে, ও হয়তোবার লাস্ট টেস্ট ম্যাচে টিমের বাইরে ছিলো এই টেস্টে এসে খুব ভালো ব্যাট করেছে, খুব পজেটিভ ব্যাটিং করেছে। আর আমার মনে হয় এভাবে ব্যাট করাই ওর জন্য সবচেয়ে ভালো ও টিমের জন্যও সবচেয়ে ভালো। ’

কিন্তু টেস্টে তাঁর এত বদলে যাওয়ার রহস্যটা কী? মাহমুদউল্লাহ ইতিবাচক থাকার কথাই বললেন, ‘আমিও কিছুটা পজেটিভ ছিলাম। আমার মনে হয় নতুন বল থাকাকালীন সময় বল কিছুটা ভালো ব্যাটে আসছিল। ওই সময়টায় স্কোরিং অপশনটা কিছুটা হলেও বেটার ছিল, যেহেতু বল ব্যাটে আসছিল। বল পুরনো হলে স্কোরিং অপশনটা টাফ হয়ে যায়। আমরা চেয়েছিলাম বাজে বল গুলো ইউটিলাইজ করতে।’

সারাবাংলা/এএম/জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর