Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা কাপে কিংসের উড়ন্ত সূচনা


২ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: টুর্নামেন্টের কার্যত ডেথ গ্রুপের দুই ফ্যাভারিট দল যখন মুখোমুখি তখন লড়াইটা সেয়ানে সেয়ানে হবে বলাই বাহুল্য। শেখ জামাল ও নবাগত বসুন্ধরা কিংস তেমন খেলাই উপহার দিলো ফুটবল সমর্থকদের। টানটান উত্তেজনার ম্যাচটি পকেটে পুড়ে স্বাধীনতা কাপের মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ ও ডি গ্রুপের প্রথম ম্যাচে শেখ জামালকে ২-০ ব্যবধানে হারিয়েছে ফেড কাপের সদ্য রানার্স আপ দল বসুন্ধরা কিংস। ফাইনালে মারামারির ঘটনায় দলের দুই প্রধান ফুটবলার সুশান্ত ত্রিপুরা ও তৌহিদুল আলম সবুজকে ছাড়াই সহজ জয় নিয়ে মাঠ ছেড়ে অস্কার ব্রুজনের শিষ্যরা। দুই ফুটবলারেই নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে।

তাই ডিফেন্স আর আক্রমণভাগ সামলাতে হয়েছে পরিকল্পনা করেই। সেই পরিকল্পনায় জয়ী কিংসের কোচ ব্রুজন।

ম্যাচের প্রথম থেকেই আক্রমাণত্বক ভঙ্গিতে খেলা কিংস গোলের দেখা পেতেও দেরি করেনি। ১৮ মিনিটেই এগিয়ে যায় নাসিরের গোলে শেখ জামালের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান তারকা ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস। বল নিয়ে এগিয়ে দেন রক্ষণ থেকে আক্রমণে যাওয়া নাসিরকে। ডি বক্সের ভেতরে ঢুকে গোলকিপারকে একা পেয়ে নিঁখুত জালের সন্ধ্যান খুঁজে পান নাসির।

তার ঠিক বিশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার কিরগিস্তানের ডিফেন্ডার বখতিয়ার দুইসোবেখভের দুর্দান্ত হেডে বল জাল খুঁজে পায়। কর্বার থেকে কলিনদ্রেসের উড়ন্ত বাঁকানো পাস থেকে হেডে বল ঠিকানায় পৌঁছে দিয়ে দারুণভাবে গোল নিশ্চিত করেন কিরগিস্তানের এই ডিফেন্ডার। পরের অর্ধেও শেখ জামাল ব্যবধান কমাতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

২-০ ব্যবধানে জয় নিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে কিংস। ৩ ডিসেম্বর গ্রুপ সি’র দুটি ম্যাচ আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামবে নোফেল স্পোর্টিং আর মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জ।

সারাবাংলা/জেএইচ/এসএন

বসুন্ধরা কিংস শেখ জামাল স্বাধীনতা কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর