Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় তুলে শীর্ষে বার্সেলোনা


৩ ডিসেম্বর ২০১৮ ১০:২৬

স্পোর্টস ডেস্ক ।।

আগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে লা লিগা টেবিলের শীর্ষস্থান হারিয়েছিল বার্সেলোনা। রোববার (২ ডিসেম্বর) ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে আবারো টেবিলের শীর্ষে উঠলো আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।

ক্যাম্প ন্যু’তে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি করে গোল করেন জেরার্ড পিকে ও কার্লেস আলেনা। বার্সার জার্সিতে প্রথম গোল পেলেন ২০ বছর বয়সি স্প্যানিশ মিডফিল্ডার আলেনা। এই ম্যাচে গোল পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে আলেনার গোলে সহায়তা করেছেন তিনি।

ম্যাচের ৮ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তার নেয়া শট ঠেকান ভিয়ারিয়াল গোলরক্ষক। এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন পিকে। ডি-বক্সে দেম্বেলের বাড়ানো শট থেকে হেডে গোল করেন স্প্যানিশ এই সেন্টার-ব্যাক। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে লড়াই চালায় ভিয়ারিয়াল। তবে তেমন কোনো সুযোগ পায়নি তারা। ম্যাচের ৭০ মিনিটে আর্তুরো ভিদালের বদলি হিসেবে মাঠে মাঠে নামেন কার্লেস আলেনা। ম্যাচের ৮৭ মিনিটে প্রথমবারের মতো বার্সার হয়ে গোলের দেখা পান তিনি। মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জালে জড়ান তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার। তাতেই ২-০ ব্যবধানে জয় পায় বার্সা।

এ নিয়ে ১৪ ম্যাচে ৮ জয় ৪টি ড্র ও ২টি হারে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে বার্সা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে সেভিয়া।

দিনের অন্য ম্যাচে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর সেভিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে আলাভেস।

বিজ্ঞাপন

১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে আলাভেস।

সারাবাংলা/এসএন

বার্সেলোনা ভিয়ারিয়াল লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর