Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন ছাড়ছেন আরিয়ান রোবেন


৩ ডিসেম্বর ২০১৮ ১২:১৭

স্পোর্টস ডেস্ক ।।

বায়ার্ন মিউনিখের জার্সিতে ২০০৯ সাল থেকেই মাঠ কাঁপিয়ে চলেছেন নেদারল্যান্ডস উইঙ্গার আরিয়ান রোবেন। বায়ার্নের হয়ে ইতিহাস আর বড় করবেন না তিনি। জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন ডাচ এই তারকা।

৩৪ বছর বয়সি এই উইঙ্গার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে খেলেছেন ১৯৮টি ম্যাচ। যেখানে তার গোল সংখ্যা ৯৮টি। বুন্দেসলিগায় সাতবারের শিরোপা ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোবেন। ক্লাবটির হয়ে সবমিলিয়ে জিতেছেন ১৮টি শিরোপা।

বায়ার্ন ছাড়লেও ফুটবল ক্যারিয়ার এখনই শেষ করছেন না রোবেন, ‘আমাকে বলতে হচ্ছে, বায়ার্নের হয়ে এটিই আমার শেষ মৌসুম। ক্লাব আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। লম্বা সময় এখানে খেলেছি এবং ভালো সময় কাটিয়েছি। তবে এখনই খেলা শেষ করছি না।’

চলতি মৌসুমে লিগের ৯টি ম্যাচে মাঠে নেমেছেন রোবেন, যেখানে গোল পেয়েছেন ৩টি। ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর প্রায় দশ বছরে বায়ার্নের জার্সিতে সবমিলিয়ে খেলেছেন ৩০৫ ম্যাচ। যেখানে তার ঝুলিতে আচগে ১৪৩টি গোল।

সারাবাংলা/এসএন

আরিয়ান রোবেন উইঙ্গার নেদারল্যান্ডস বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর